Sourav Ganguly Tweet: রাজনীতি না অন্যকিছু, সৌরভের টুইট-গুগলি! কী জানালেন দাদা নিজে?

'আজ আমি নতুন কিছু শুরু করতে চলেছি, যা আমার মতে অনেক মানুষের উপকার করবে।' বুধবার, ইঙ্গিতপূর্ণ টুইট করলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly Tweet: রাজনীতি না অন্যকিছু, সৌরভের টুইট-গুগলি! কী জানালেন দাদা নিজে?
Sourav Ganguly: সাফল্য পাওয়ার জন্য একটা নতুন টিম তৈরি করে সৌরভ, কে বলছেন এমন কথা?Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 01, 2022 | 8:08 PM

কলকাতা: রাজনীতি নাকি অন্যকিছু? বুধবার (১ জুন) বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট ঘিরে তুমুল জল্পনা। ৩০ বছরের ক্রিকেট কেরিয়ার শেষ করতে চলেছেন তিনি। এ বার নতুন কিছু করবেন! আর এই ‘নতুন কিছু” কী, তা নিয়েই হইচই পড়ে যায়। কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী গত মাসের শুরুর দিকে প্রাক্তন ভারত অধিনায়কের বাড়ি গিয়েছিলেন, নৈশ্যভোজ করতে। তবে কি এ বার রাজনীতিতে যোগ দেওয়াই মনস্থির করে ফেলেছেন? সৌরভের টুইটেই ছিল জল্পনার খোরাক। এমন কিছু করবেন, যাতে মানুষের উপকার হয়। সৌরভ ভক্ত থেকে শুরু করে ক্রিকেটমহল ধরেই নিয়েছিল প্রাথমিক ভাবে যে, সৌরভ রাজনীতির সরণিতে হাঁটার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। অনেকেই বলতে শুরু করে দিয়েছিলেন, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাও যে স্রেফ জল্পনাই, তা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। বোর্ড সচিব জয় শাহ একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়ে দেন,  সৌরভ পদত্যাগ করেননি। তাঁর ঘনিষ্ঠমহলের দাবি একটি বিজ্ঞাপনের প্রোমোশনের জন্যই নাকি এমন টুইট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

টুইটে কী লিখেছেন সৌরভ? ‘আজ আমি নতুন কিছু শুরু করতে চলেছি, যা আমার মতে অনেক মানুষের উপকার করবে।’ বুধবার, ইঙ্গিতপূর্ণ টুইট করলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী সেপ্টেম্বর মাসেই বিসিসিআই সভাপতি হিসাবে তাঁর মেয়াদ শেষ হতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইটের পরই প্রাথমিকভাবে গুঞ্জন রটে, বিসিসিআই-এর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

বুধবার বিকেলে টুইট করে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘১৯৯২ সালে আমি আমার ক্রিকেট যাত্রা শুরু করেছিলাম। ২০২২ সালে তার ৩০ বছর পূর্ণ হল। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে বড় কথা আপনাদের সমর্থন পেয়েছি। আমার এই চলার পথে আজ যেখানে এসেছি সেখানে পৌঁছতে যাঁরা আমায় সমর্থন করেছেন, সাহায্য করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজ আমি নতুন কিছু শুরু করতে চলেছি, যা আমার মতে অনেক মানুষের উপকার করবে। আশা করি, জীবনের নতুন অধ্যায়ে আপনাদের সবার সমর্থন পাব।’

এই টুইটের পর অনেকেই মনে করেছিলেন, ক্রিকেট ময়দান থেকে এদিনই সরে যাচ্ছেন সৌরভ। তবে, জয় শাহ নিজেই এই বিষয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন। তবে, সৌরভ ‘নতুন অধ্যায়’ বলতে ঠিক কী বুঝিয়েছেন, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়। সাড়া পড়ে যায় রাজনৈতিক মহলেও। এর আগে অমিত শাহ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পা রাখলেও, তার পরদিনই আবার বিসিসিআই সভাপতিকে দেখা গিয়েছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে এক মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খুব কাছের লোক।

পরে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই সব জল্পনার অবসান ঘটান। বেহালার অফিস থেকে বের হওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি একটা গ্লোবাল এডুকেশনাল অ্যাপ লঞ্চ করছি। সেই কারণে এই টুইট করলাম’।