Poison: রাতের খাবারে বিষ, অঘোরে প্রাণ গেল ছোট্ট ছোট্ট ছুটকি, সাহেব, নন্টে-বাবলিদের, স্মরণসভায় অভিনেতারা
Poisson: অভিজাত ওই আবাসনের পশু প্রেমীদের অভিযোগ, গত মাসের ১৯ তারিখ রাতে কে বা কারা ছটি কুকুরকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। এরপর তারা খবর পেয়ে বিভিন্নভাবে চিকিৎসা করালেও অবশেষে চারটি কুকুরের মৃত্যু হয়।

কলকাতা: খাবারে বিষ মিশিয়ে স্ট্রিট ডগ খুন। নিউটনের অভিজাত আবাসনের সামনে ঘটনা। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে টলি অভিনেতা-অভিনেত্রী, পশু প্রেমী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
অভিজাত ওই আবাসনের পশু প্রেমীদের অভিযোগ, গত মাসের ১৯ তারিখ রাতে কে বা কারা ছটি কুকুরকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। এরপর তারা খবর পেয়ে বিভিন্নভাবে চিকিৎসা করালেও অবশেষে চারটি কুকুরের মৃত্যু হয়। মৃত কুকুরগুলোকে আদর করে ডাকা হতো ছুটকি, সাহেব, নন্টে ও বাবলি নামে। এই ঘটনায় টেকনোসিটি থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।
কিন্তু কারা খাবারে বিষ মিশিয়েছে, তা এখনও পর্যন্ত চিহ্নিত হয়নি বলে অভিযোগ। যদিও প্রশু প্রেমীদের অভিযোগের তির আবাসনের একাংশ মানুষের দিকে। কারণ কুকুরদের খাওয়া দেওয়া নিয়ে আবাসনের কিছু মানুষ বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করতেন বলে অভিযোগ। তা থেকেই সন্দেহ দানা বেঁধেছে।
আজ এই ঘটনার প্রতিবাদে অভিজাত ওই আবাসনের সামনে চারটি মৃত কুকুরের স্মরণ সভা করা হয়। সেখানেই প্রতিবাদে অংশগ্রহণ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্ত, অভিনেতা তথাগত বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন সংগঠনের পশুপ্রেমী সহ অনেকে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তাঁরাও।





