Mamata Banerjee Meeting: মমতার বার্তার পরই অ্যাকশনে পুলিশ! হাতিবাগান, সল্টলেকের ফুটপাথে অভিযান

Susovan Bhattacharya | Edited By: Soumya Saha

Jun 24, 2024 | 9:21 PM

Mamata Banerjee: কোনও কোনও দোকানের অংশ রাস্তার উপরেও চলে এসেছে। ত্রিপল খাটিয়ে দোকানের সাজানো পসরার অনেক কিছুই রাস্তার দিকে এগিয়ে রয়েছে। এদিন সন্ধেয় নজরদারিতে বেরিয়ে সব দোকানদারদের ধমক দিয়ে রাস্তার উপরের অংশ থেকে মালপত্র সরানোর ব্যবস্থা করেন পুলিশকর্মীরা।

Mamata Banerjee Meeting: মমতার বার্তার পরই অ্যাকশনে পুলিশ! হাতিবাগান, সল্টলেকের ফুটপাথে অভিযান
অ্যাকশন মোডে কলকাতা পুলিশ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নবান্নের বৈঠকে ফুটপাথ দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক মিটতে না মিটতেই এবার অ্যাকশন মোডে পুলিশ। সোমবার সন্ধেয় হাতিবাগান চত্বরে রাস্তায় নেমে তদারকিতে ব্যস্ত পুলিশ। হাতিবাগানে রাস্তার ধারে ফুটপাথের উপর অনেকগুলি ছোট ছোট দোকান রয়েছে। কোনও কোনও দোকানের অংশ আবার রাস্তার উপরেও চলে এসেছে। ত্রিপল খাটিয়ে দোকানের সাজানো পসরার অনেক কিছুই রাস্তার দিকে এগিয়ে রয়েছে। এদিন সন্ধেয় নজরদারিতে বেরিয়ে সব দোকানদারদের ধমক দিয়ে রাস্তার উপরের অংশ থেকে মালপত্র সরানোর ব্যবস্থা করেন পুলিশকর্মীরা।

এদিকে পুলিশের এই নজরদারিতে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরাও। শুকনো মুখে এক ব্যবসায়ী বলছেন, ‘আগে দোকান আরও বাড়তি ছিল, এখন অনেক কমিয়ে দিয়েছি। এখন বললে, দরকার হলে আরও চেপে যাব। কিন্তু যদি একেবারে হকার তুলে দেয়, তাহলে আমাদের কী হবে!’ আরেক ব্যবসায়ীর কথায়, ‘আমরা তো মাছি মারছি। এখন তো আর সেই ভিড় হয় না। আমরা কী করব! যদি দোকান তুলে দিই, আমরা খাব কী?’

প্রসঙ্গত, এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক দিয়েছেন সল্টলেক নিয়েও। মমতা বিরক্তির সুরে বলেছেন, ‘সল্টলেক, আমার লজ্জা লাগছে… এআরডি অফিসের সামনে একটা করে ত্রিপল লাগাচ্ছে, বসে যাচ্ছে।’ মুখ্যমন্ত্রীর ধমকের পর এদিন অবৈধ দখলদারি রুখতে তড়িঘড়ি পদক্ষেপ দেখা যায় সল্টলেক সেক্টর ফাইভেও। ফুটপাথের ধারে যেখানে যেখানে বেআইনিভাবে দখলদারির অভিযোগ উঠছে, সেই সব জায়গায় অভিযানে নামেন পুলিশকর্মীরা। রাস্তার উপর উঠে আসা দোকানের অংশ সরাতে তৎপর হয় পুলিশ।

Next Article