Kolkata deadbody in Bag: পিসিশাশুড়িকে মেরে পিস-পিস করে কেটে তাঁরই ট্রলি ব্যাগে ঢুকিয়েছিল বৌমা! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 26, 2025 | 2:17 PM

Kolkata: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের মধ্যে একটা গোটা ইঁটের অর্ধেক অংশ রাখা ছিল। সেই ইঁট খাটের তলায় রাখা ছিল। পুলিশ জানাতে পেরেছে, এই ইঁটমারার সময় ব্যবহার হয়েছে।

Kolkata deadbody in Bag: পিসিশাশুড়িকে মেরে পিস-পিস করে কেটে তাঁরই ট্রলি ব্যাগে ঢুকিয়েছিল বৌমা! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
গ্রেফতার দুই মহিলা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: হাড়হিম ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। পিসিশাশুড়ির দেহ পিস-পিস করে কেটে ভরে রাখা হয়েছিল ট্রলি ব্যাগে। ঘটনায় গ্রেফতার হয়েছেন বৌমা ফাল্গুনী ঘোষ ও তাঁর মা আরতি ঘোষ। অভিযুক্তদের পুলিশ ক্রমাগত জিজ্ঞাসাবাদ করেই চলেছে। আর তাঁদের জেরা করে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। জানা গিয়েছে,মৃত পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সঙ্গে ফাল্গুনীর গণ্ডগোল ছিল দীর্ঘদিনের। সেই মতোই বচসা হয়। আর বিভিন্ন কথার মধ্যেই হঠাৎ করে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। এর থেকে হাতাহাতিতে পৌঁছায় পরিস্থিতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের মধ্যে একটা গোটা ইঁটের অর্ধেক অংশ রাখা ছিল। সেই ইঁট খাটের তলায় রাখা ছিল। পুলিশ জানাতে পেরেছে, এই ইঁটমারার সময় ব্যবহার হয়েছে। এরপর সুমিতা ঘোষের ট্রলি ব্যাগ ব্যবহার করেই তাকে পিস-পিস করে কেটে দেহ তার ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানতে পেরেছে সুমিতা ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা আছে। যদিও সেই টাকা সম্পর্কে দুই অভিযুক্ত অবগত কি না তা জানতে চায় তদন্তকারী অফিসাররা।উল্লেখ্য, গতকাল ফাল্গুনী ঘোষ ও তাঁর মা আরতি ঘোষ একটি ট্রলিব্যাগ নিয়ে আসেন আহিরীটোলা ঘাটে। সেটি দেখেই সন্দেহ হয় এলাকাবাসীর। ব্যাগের ভিতর কী রয়েছে তা জানতে চান স্থানীয় বাসিন্দারা। কিন্তু অভিযুক্তদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তারপর ডাকা হয় পুলিশ। তখনই পুরো বিষয়টি ফাঁস হয়।