কলকাতা: তিলোত্তমা কাণ্ডে শুরু থেকে এখনও পর্যন্ত বারবার প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। বিরোধী শিবির থেকে সাধারণ মানুষ, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আওয়াজ উঠেছে সমাজের বিভিন্ন মহল থেকে। যদিও পুলিশ যে ঠিক পথে তদন্ত করছে সে কথা বারবার বলেছেন খোদ পুলিশ মন্ত্রী। একই কথা কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের গলাতেও। পুলিশ যে কিছুই ‘লুকানোর চেষ্টা’ করছে না সে কথা লাগাতার বলেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। যদিও তারপরেও বিবৃতি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছিল তাঁরা সহযোগিতা করছে সদ প্রস্তুত। কিন্তু তাতেও কমেছে কী জনরোষ?
এরইমধ্যে নানা প্রতিবাদ মিছিল থেকে জমায়েতে উঠেছে পুলিশ বিরোধী স্লোগান। ‘পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়’ এর মতো স্লোগানে বিগত কয়েকদিনে কার্যত ঝড় উঠেছে সোশ্য়াল মিডিয়ায়। এবার পাল্টা মাঠে নামল পুলিশও। সমাজ মাধ্যমে স্লোগান যুদ্ধে নামল পুলিশ কর্তারাও। ‘পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়’। এদিন সন্ধ্যা থেকে কলকাতা থেকে জেলা, নানা জায়গা থেকে নানা পদস্থ পুলিশ কর্তাকে করতে দেখা গেল একই পোস্ট।
নিচুতলার থেকে উপরতলার পুলিশ, সব মহল থেকে এল একই পোস্ট। ডিআইজি পদমর্যাদার আধিকারিকও বাদ গেলেন না। তা নিয়েই এবার শুরু হয়েছে জোর চর্চা। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক, হেড কোয়ার্টার পর্যন্ত একই পোস্ট করেছেন। WhatsApp এও বিভিন্ন DSP, SP পদমর্যাদার আধিকারিরাও একই পোস্ট করছেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ থেকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার(ট্রাফিক) রুপেশ কুমার, ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং, ডিএসপি ঝাড়গ্রাম পুলিশ পারভেজ সরফরাজ, সকলেই করেছেন একই ফেসবুক পোস্ট। কোনও ইস্যুতে পুলিশ কর্মীরা এভাবে সামাজিক মাধ্যমে শেষ কবে নেমেছিলেন, শেষ কবে একযোগে একই সুরে পাল্টা ‘আক্রমণ’ শানিয়েছিলেন তা মনে করতে পারছেন না কেউই।