Dhakuria Death: রবিবার সকাল থেকে দু’বার মদ কেনেন সুশান্ত, তৃতীয়বারেই ঘটে যায় প্রাণঘাতী হামলা

Supriyo Guha | Edited By: সায়নী জোয়ারদার

Jul 31, 2023 | 7:32 PM

Dhakuria: পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকে দু'বার ওই দোকান থেকে মদ কিনেছিলেন সুশান্ত মণ্ডল। বেলা সাড়ে ১২টা নাগাদ তৃতীবারের জন্য ফের ওই দোকানে মদ কিনতে গিয়েছিলেন তিনি। তখন গাড়িতে করে মদের দোকানে নতুন স্টক আসে।

Dhakuria Death: রবিবার সকাল থেকে দুবার মদ কেনেন সুশান্ত, তৃতীয়বারেই ঘটে যায় প্রাণঘাতী হামলা
মদের দোকানে পিটিয়ে খুন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মদের দোকানে বচসার জেরে পিটিয়ে খুনের অভিযোগ। রবিবার ঢাকুরিয়ার এই ঘটনা ঘিরে সোমবারও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। নিহত সুশান্ত মণ্ডলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও ইতিমধ্যেই রবীন্দ্র সরোবর থানা পুলিশের হাতে এসে পৌঁছেছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রথমিক রিপোর্ট অনুযায়ী, মৃত সুশান্ত মণ্ডলের মাথার ডানদিকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এছাড়াও মাথায় রক্ত জমাট বাঁধার নমুনা মিলেছে। থুতনিতেও আঘাত ছিল। মুখের ডানদিকে কালশিটে দাগ। তবে মাথা ও মুখ ছাড়া শরীরের অন্য কোথাও কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই বলেই পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকে দু’বার ওই দোকান থেকে মদ কিনেছিলেন সুশান্ত মণ্ডল। বেলা সাড়ে ১২টা নাগাদ তৃতীবারের জন্য ফের ওই দোকানে মদ কিনতে গিয়েছিলেন তিনি। তখন গাড়িতে করে মদের দোকানে নতুন স্টক আসে। দোকানের কর্মীরা ব্যস্ত ছিলেন নতুন স্টক নামানোর কাজে। তখনই ক্রেতা সুশান্ত মণ্ডলের সঙ্গে এক কর্মীর বচসা শুরু হয় বলে অভিযোগ। তারপরই দোকান থেকে বেরিয়ে এসে এক কর্মী সমানে কিল, ঘুষি মারতে থাকেন সুশান্তকে।

অভিযোগ, যখন সুশান্ত একেবারে নেতিয়ে পড়ে যান মাটিতে। সেই সময় তাঁকে রাস্তার ধারে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন দুই বিক্রেতা। যদিও খবর ছড়াতেই এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েন। ঘিরে ফেলে ওই দোকান। দোকানের মালিক-সহ কর্মীদের গ্রেফতারের দাবিতে অবরোধেও শামিল হন। এরপরই অভিযুক্ত কর্মী, মালিক-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।

Next Article