2022 TET: সৌরভ গাঙ্গুলির ক্রিকেট কোচিং অ্যাকাডেমির পাশে ধরনার অনুমতি হাইকোর্টের

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Jan 29, 2024 | 4:40 PM

TET: আজ সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়। মামলাকারীরা জানান, বিচারপতি জয় সেনগুপ্ত তাঁদের ১ ফেব্রুয়ারি থেকে করুণাময়ী সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্যাম্পের পাশে ধরনার অনুমতি দিয়েছেন।

2022 TET: সৌরভ গাঙ্গুলির ক্রিকেট কোচিং অ্যাকাডেমির পাশে ধরনার অনুমতি হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট।
Image Credit source: Calcutta High Court Website

Follow Us

শ্রাবন্তী সাহা

কলকাতা: ২০২২ সালে টেট পরীক্ষার্থীদের ধরনায় বসার অনুমতি হাইকোর্টের। প্রাথমিক টেটে পরীক্ষার্থীদের ধরনায় অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। ২০২২ সালে টেটের এখনও ইন্টারভিউ হয়নি। সেই দাবিতে করুণাময়ীতে ১ ফেব্রুয়ারি থেকে ধরনায় বসতে চেয়ে আবেদন জানান চাকরি প্রার্থীরা। ৪ ফেব্রুয়ারি অবধি ধরনায় বসতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।

আজ সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়। মামলাকারীরা জানান, বিচারপতি জয় সেনগুপ্ত তাঁদের ১ ফেব্রুয়ারি থেকে করুণাময়ী সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্যাম্পের পাশে ধরনার অনুমতি দিয়েছেন।

২০১৭ সালের পর পাঁচ বছর প্রাথমিক শিক্ষক নিয়োগের কোনও পরীক্ষা হয়নি রাজ্যে। মাঝে বহু মামলা মোকদ্দমা, নিয়োগ দুর্নীতি ঘিরে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলেছে। এরইমধ্যে ২০২২ সালে টেটের ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইমতো টেট হয়। কিন্তু এরপর ইন্টারভিউয়ের দিনক্ষণ আর ঘোষণা হয়নি। এরইমধ্যে আবার ২০২৩ সালেরও টেট হয়েছে। ২০২২ সালের টেট উত্তীর্ণদের দাবি, যে পরীক্ষা নিয়ে কোনও আইনি ঝামেলা ছিল না, তারও ইন্টারভিউ হল না। অথচ নতুন করে আবার পরীক্ষা নেওয়া হয়ে গেল। তারই প্রতিবাদে এবার তিনদিনের ধরনায় বসতে চলেছেন চাকরি প্রার্থীরা।

Next Article