Firhad Hakim: ‘বাবা উর্দুতে বলতে গিয়ে গুলিয়ে ফেলেছেন’, এবার ব্যাটন ধরলেন ববি কন্যা প্রিয়দর্শিনী

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 18, 2024 | 10:00 AM

Firhad Hakim Daughter: উল্লেখ্য, ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছিল, 'উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা।' তাঁর এই বক্তব্যের পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক। নিন্দায় সরব রাজ্যের বিরোধী দলগুলি।

Firhad Hakim: বাবা উর্দুতে বলতে গিয়ে গুলিয়ে ফেলেছেন, এবার ব্যাটন ধরলেন ববি কন্যা প্রিয়দর্শিনী
ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যে কম বিতর্ক হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ববির এই মন্তব্য বিশেষ করে বাংলাদেশ আবহে ‘আগুনে যেন ঘি’ ঢেলেছে। ইতিমধ্যে  ফিরহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তাঁরই দল তৃণমূল। চারদিকে যখন পুরমন্ত্রীর বক্ত্যবে চর্চা শুরু হয়েছে সেই সময় বাবার হয়ে ‘ব্যাট’ ধরলেন ববি কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তাঁর দাবি, উর্দু ভাষায় বলতে গিয়ে গুলিয়ে ফেলেছিলেন।

টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়দর্শিনী বলেন, “বাবা উর্দুতে বলেছেন। আমার মনে হয় বাংলায় অনুবাদ হতে গিয়ে ওটা গুলিয়ে গিয়েছে। বলতে চেয়েছেন ৩৩ শতাংশ আমরা মুসলিম আছি। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু ভাবব না। আমরা যদি শিক্ষার সুযোগ পাই তাহলে আমরাও সংখ্যাগুরু (মেজরিটি) হয়ে যাব সমাজে একটা জায়গায়। উনি এটাই বোধহয় বোঝাতে চেয়েছেন। অর্থাৎ ৩৩ শতাংশ বলে হিনমন্যতায় না ভুগে এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে জীবনে সফল হও। বাবা এটাই বোঝাতে চেয়েছেন।”

উল্লেখ্য, ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছিল, ‘উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা।’ তাঁর এই বক্তব্যের পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক। নিন্দায় সরব রাজ্যের বিরোধী দলগুলি। এবার ববির ‘সংখ্যাগুরু’ মন্তব্যের নিন্দা করল তাঁরই দল তৃণমূল। এক্স হ্যান্ডলে শাসকদল লিখেছে,”ফিরহাদ হাকিমের মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই। দল এই মন্তব্যের তীব্র নিন্দা করছে।”  শাসকদলের আরও বক্তব্য, “সাম্প্রদায়িক সম্প্রীতি, একতা এবং শান্তির প্রতি দলের অঙ্গীকার অটুট। পশ্চিমবঙ্গে সামাজিক বন্ধনকে আঘাত করতে পারে, এমন মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Next Article