AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Redlight Area: সোনাগাছি বা কালীঘাটই নয়, কলকাতা জুড়ে মোট কতগুলি যৌনপল্লি রয়েছে জানেন?

Red Light Area: দক্ষিণ কলকাতার কালীঘাট। আদি গঙ্গা এক সময় এখান দিয়ে বয়ে গিয়েছে। এখন মুড়ি গঙ্গা। তার তীরেই প্রায় ১ হাজার থেকে দেড় হাজার যৌনকর্মীর পেশাঘর, বসবাস।

Kolkata Redlight Area: সোনাগাছি বা কালীঘাটই নয়, কলকাতা জুড়ে মোট কতগুলি যৌনপল্লি রয়েছে জানেন?
প্রতীকী চিত্র। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 2:17 PM
Share

কলকাতা: এশিয়ার সর্ববৃহৎ যৌনকর্মীদের পাড়া রয়েছে এই কলকাতায়। কলকাতার ‘সেক্স ইন্ডাস্ট্রি’র চর্চা দেশের গণ্ডী পার করে বিশ্বময় বহুদিনই। কলকাতার ‘রেড লাইট এরিয়া’ সোনাগাছি নিয়ে লেখালেখি হয় আন্তর্জাতিক ক্ষেত্রে। তবে শুধু সোনাগাছিই নয়, কলকাতার বুকে রয়েছে আরও একাধিক যৌনকর্মীদের পাড়া।

বউবাজার

সোনাগাছির মতো প্রায় ৫০ হাজার যৌনকর্মী হয়ত বউবাজারের যৌনপল্লিতে নেই। তবে প্রায় ১৫ হাজার গণিকা রয়েছেন এখানে।

গড়িয়া

খুব ছোট হলেও যৌনকর্মীদের একটা অংশের বাস এই গড়িয়ায়। ঠিক হয়, এখানে অবসরপ্রাপ্ত যৌনকর্মীদের থাকার ব্যবস্থা হবে বলেও কথা ছিল।

কালীঘাট

দক্ষিণ কলকাতার কালীঘাট। আদি গঙ্গা এক সময় এখান দিয়ে বয়ে গিয়েছে। এখন মুড়ি গঙ্গা। তার তীরেই প্রায় ১ হাজার থেকে দেড় হাজার যৌনকর্মীর পেশাঘর, বসবাস।

খিদিরপুর

কলকাতার তৃতীয় বৃহত্তম ‘রেড লাইট এরিয়া’ এই খিদিরপুরে। এখানকার যৌনকর্মীদের বাস নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দু’টি ছবিও করেছিল।

লেবু বাগান

খুব অল্পসংখ্যক হলেও উত্তর কলকাতার লেবু বাগানে যৌনকর্মীদের বাস রয়েছে। ১০০ জনের মতো থাকেন এই এলাকায়।

টালিগঞ্জ

প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে রয়েছে একটি রেড লাইট এরিয়া।