AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pujoy Pulse 2025: পালসের ট্যাবলো ঘিরে উন্মাদনা আট থেকে আশির… ফিরল ছোটবেলার স্মৃতি

Pujoy Pulse 2025 Season 3: এ এমন এক স্বাদ, যে স্বাদের ভাগ নিতে চান আট থেকে আশি!মুখে দিলেই ভরে যাচ্ছে মন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার স্মৃতি। ৪ তারিখ পুজোয় পালসের ট্যাবলো গেল সাউট সিটি কলেজ আর দক্ষিণাপনে।

| Edited By: | Updated on: Sep 17, 2025 | 3:50 PM
Share
পুজোর উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। চলছে জোর কদমে কেনাকাটা, প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কেনাকাটার ফাঁকে খাওয়াদাওয়া।

পুজোর উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। চলছে জোর কদমে কেনাকাটা, প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কেনাকাটার ফাঁকে খাওয়াদাওয়া।

1 / 8
কিন্তু খাওয়ার পর তো একটু চটপটে খেতে ইচ্ছা করে, তাই না! এবার পুজোয় আমাদের সকলের ফেভারিট পালস নতুন স্বাদে। তিলোত্তমায় ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো।

কিন্তু খাওয়ার পর তো একটু চটপটে খেতে ইচ্ছা করে, তাই না! এবার পুজোয় আমাদের সকলের ফেভারিট পালস নতুন স্বাদে। তিলোত্তমায় ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো।

2 / 8
'গোল-কা-মোল'-পুজোর পালসে এবার নতুন ভেরিয়েন্ট! মুখে দিলেই সক্কলে বলছেন, আহা! কী স্বাদ।

'গোল-কা-মোল'-পুজোর পালসে এবার নতুন ভেরিয়েন্ট! মুখে দিলেই সক্কলে বলছেন, আহা! কী স্বাদ।

3 / 8
এ এমন এক স্বাদ, যে স্বাদের ভাগ নিতে চান আট থেকে আশি!মুখে দিলেই ভরে যাচ্ছে মন।  অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার স্মৃতি। ৪ তারিখ পুজোয় পালসের ট্যাবলো গেল সাউট সিটি কলেজ আর দক্ষিণাপনে। ট্যাবলো ঘিরে উপচে পড়া ভিড়।

এ এমন এক স্বাদ, যে স্বাদের ভাগ নিতে চান আট থেকে আশি!মুখে দিলেই ভরে যাচ্ছে মন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার স্মৃতি। ৪ তারিখ পুজোয় পালসের ট্যাবলো গেল সাউট সিটি কলেজ আর দক্ষিণাপনে। ট্যাবলো ঘিরে উপচে পড়া ভিড়।

4 / 8
এবারে পালসে পাবেন ইমলির স্বাদ! যে স্বাদ আপনার অরুচি মুখেও রুচি আনবে বইকি!

এবারে পালসে পাবেন ইমলির স্বাদ! যে স্বাদ আপনার অরুচি মুখেও রুচি আনবে বইকি!

5 / 8
বাচ্চা তো বটেই, বয়স্করাও খুশি এই লজেন্সে। পালসের আগের চটপটা স্বাদ আমরা জানি। কিন্তু এবার যেন সবটা ছাপিয়ে।

বাচ্চা তো বটেই, বয়স্করাও খুশি এই লজেন্সে। পালসের আগের চটপটা স্বাদ আমরা জানি। কিন্তু এবার যেন সবটা ছাপিয়ে।

6 / 8
পুজোয় পালস বিশ্বকর্মা পুজোর দিন ঘুরল বাঁকুড়ার একাধিক জায়গায়। ট্যাবলো ঘিরে উন্মাদনা।

পুজোয় পালস বিশ্বকর্মা পুজোর দিন ঘুরল বাঁকুড়ার একাধিক জায়গায়। ট্যাবলো ঘিরে উন্মাদনা।

7 / 8
বিশ্বকর্মা পুজোর দিন ট্যাবলো ঘুর বহরমপুরের একাধিক জায়গায়। ট্যাবলো দেখেই মানুষের ভিড়।

বিশ্বকর্মা পুজোর দিন ট্যাবলো ঘুর বহরমপুরের একাধিক জায়গায়। ট্যাবলো দেখেই মানুষের ভিড়।

8 / 8