R G Kar: এখনও দেহ নামাতে পারেনি পুলিশ, মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে চড়ছে আরজি কর হাসপাতালের আগুন! বিক্ষোভে বিজেপি

Sourav Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 09, 2024 | 7:45 PM

R G Kar: বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসক পড়ুয়ারা। তাঁদের প্রত্যেকেরই দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলা চিকিৎসক পড়ুয়াকে। হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছেছেন কলকাতা পুলিশের নগরপাল।

R G Kar: এখনও দেহ নামাতে পারেনি পুলিশ, মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে চড়ছে আরজি কর হাসপাতালের আগুন! বিক্ষোভে বিজেপি
চড়ছে আরজি কর হাসপাতালের আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আরজি করে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু। ধর্ষণ করে খুনের অভিযোগে তপ্ত হাসপাতাল চত্বর। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করার দাবি-সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বিক্ষোভকারী বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, “আমরা কোনওদিনও দুঃস্বপ্নেও ভাবতি পারি না, একজন মহিলা চিকিৎসক নাইট ডিউটি করতে গিয়ে এরকম পরিস্থিতির শিকার হচ্ছেন। কোনও পোশাক ছাড়াই দেহ উদ্ধার হচ্ছে। সামনেই পুলিশ কিয়স। পুলিশ প্রশাসন কী করছে?  পুরোটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা সিবিআই তদন্ত চাইছি।”

বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসক পড়ুয়ারা। তাঁদের প্রত্যেকেরই দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলা চিকিৎসক পড়ুয়াকে। হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছেছেন কলকাতা পুলিশের নগরপাল। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, হাসপাতালের থার্ড ফ্লোরের সেমিনার কক্ষে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা, চেস্ট মেডিসিনের পিজিটি-রা জমায়েত করে রয়েছেন। তাঁরা এখনও দেহ নামাতে দিচ্ছেন না। তাঁদের বক্তব্য, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তদন্ত করা হবে। শেষমেশ তাঁদের আন্দোলনের চাপে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ডিনের নেতৃত্বে তৈরি হয়েছে তদন্ত কমিটি। তবে সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন কিনা, সে বিষয়টা স্পষ্ট নয়।

তবে বিক্ষোভকারীদের কথায় একটা বিষয় স্পষ্ট, তাঁদের কারোরই হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ভরসা নেই। ভরসা নেই স্বাস্থ্য দফতরের ওপর। তাই তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করছেন। তাঁর বক্তব্য, দেহ উদ্ধারের পরই যতটা সংবেদনশীলতার সঙ্গে বিষয়টা দেখা দরকার ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ তা করেনি।
যদিও স্বাস্থ্য দফতরের তরফ থেকে বলা হয়েছে, “অভিযোগ গুরুতর। সঠিক পথে তদন্ত হবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার নাইট ডিউটি ছিল ওই চিকিৎসকের। শুক্রবার সকাল সাড়ে ১১টার সময়ে হাসপাতালের সেমিনার রুম থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article