কলকাতা: মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরকে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের এসটিএফের। দক্ষিণ ২৪ পরগনার মইপীঠে কোস্টাল থানার অন্তর্গত এলাকায় সব্যসাচী গোস্বামীর গোপন ডেরায় তল্লাশি চালায় তদন্তকারীরা। সূত্রের খবর, একটি নাইন এমএম রাইফেল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড লাইভ নাইন এমএম গোলাবারুদ, ২১ হাজার টাকা নগদ, ১টি ল্যাপটপ, এসডি কার্ড, কার্ড রিডার, সাংগঠনিক সাহিত্য, সিপিআই (মাওবাদী) নেতাদের ম্যাগাজিন-সহ বেশ কিছু নথি।
সূত্রের খবর, পূর্ব ভারতে মাওবাদী আন্দোলনের ক্ষেত্রে কিশোরের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এর আগেও তাঁকে একাধিকবার গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে তাঁকে জেরা করা শুরু করে। সূত্রের খবর, কিষেণজি-পরবর্তী সময়ে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল-সহ দক্ষিণবঙ্গে সংগঠন বৃদ্ধিতে কিশোরের বড় দায়িত্ব ছিল।
সূত্রের খবর, জেরার মুখে কিশোর জানিয়েছেন, লালগড় আন্দোলনের ব্যর্থতা এ রাজ্য-সহ পূর্ব ভারতের মাওবাদী সংগঠনের ভবিষ্যৎকে থমকে দেয়। তা সামাল দেওয়ার চেষ্টা হয়েছে বলেও নাকি জেরার মুখে তিনি জানান। কিশোরকে গ্রেফতার করার পর জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে নরেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয় মণ্ডল নামে একজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ।