Dumdum Metro Line: দুর্বল টানেল, ডি-ওয়াল দিয়ে ঢুকছে জল, টালিগঞ্জ-দমদম মেট্রো রুটের এই হাল! তড়িঘড়ি বসল বৈঠক
Kolkata Metro Line: চাঁদনী চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝে, পার্ক স্ট্রিট, কালীঘাট-যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গের ভিতরে বারবার জল দাঁড়িয়ে বিপর্যস্ত হয়েছে মেট্রো পরিষেবা।

কলকাতা: টালিগঞ্জ-দমদমের মাঝে থাকা মেট্রো সুড়ঙ্গে জল ঢুকে বারবার বিপর্যয় ঘটছে। বৃষ্টি হলে ব্যহত হচ্ছে পরিষেবা। সময় ব্যয় না করেই প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রেলবোর্ডের চেয়ারম্যান। বিপর্যয়ের খুঁটিনাটি বিশ্লেষণ করে দ্রুত কাজ শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে নয়া তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেন। হাওড়া-এসপ্লানেড বা নোয়াপাড়া-এয়ারপোর্টের মতো রুটে কার্যত উচ্ছ্বসিত যাত্রীরা। প্রথম দিন থেকেই যাত্রীর ভিড় চোখে পড়ার মতো। তবে নয়া রুটের উদ্বোধন হলেও শহরের সব থেকে পুরনো লাইন টালিগঞ্জ-দমদম করিডরের অবস্থা নিয়ে চিন্তা যে থেকেই যাচ্ছে, তা কার্যত প্রমাণিত হয়ে গেল প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই। আলোচনা হল উচ্চপর্যায়ের বৈঠকে।
শুক্রবার এয়ারপোর্ট মেট্রো উদ্বোধনের পর যশোর রোড থেকে যখন প্রধানমন্ত্রী দমদমে রাজনৈতিক সভায় যোগ দিতে যান, তারপরই যশোর রোড মেট্রো স্টেশনে পুরনো করিডরের অবস্থা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন রেলবোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার।
মেট্রো সূত্রে খবর, উত্তর-দক্ষিণ করিডরের কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয় এবং বারবার করে মেট্রো লাইনের জল বেরিয়ে আসার ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন চেয়ারম্যান। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন কলকাতা শহরের এই পুরনো মেট্রো করিডর দিয়ে। সেখানকার অবস্থা যে ভাল, নয় সেটা রাইটসের রিপোর্টেই উঠে এসেছে। এবার সেই রিপোর্ট এবং বর্তমান অবস্থা নিয়ে বৈঠক ডাকতে বাধ্য হলেন রেলবোর্ডের চেয়ারম্যান।
জানা গিয়েছে, উচ্চপর্যায়ের ওই বৈঠকে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার থেকে শুরু করে শীর্ষ কর্তা এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। কলকাতা মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার দীর্ঘক্ষণ এই বৈঠক চলে। সেই বৈঠকেই উঠে আসে, কীভাবে গত এক-দেড় বছরে বারবার করে ডি-ওয়াল থেকে জল বেরিয়ে এসেছে এবং মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়েছে। সেটা নিয়েই এদিন পর্যালোচনা করেন রেল বোর্ডের চেয়ারম্যান।
চার দশক পুরনো এই মেট্রো করিডরের মূল সমস্যা কোথায় হচ্ছে, তার শিকড় খুঁজে দ্রুত মেরামতের নির্দেশ দেন তিনি। ধাপে ধাপে মেট্রো স্টেশনগুলি মেরামত করা এবং রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন রেলবোর্ডের চেয়ারম্যান। প্রয়োজনীয় অর্থের ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি।
শহরের জমা জল আদৌ ঢুকছে নাকি মেট্রো টানেল বা সুড়ঙ্গগুলি দুর্বল হয়ে পড়েছে? সেই বিষয়েও খুঁটিনাটি জানতে চান তিনি। তবে যেহেতু মেট্রোর সঙ্গে বহু মানুষের জীবন জড়িয়ে রয়েছে, তাই মেরামতির ব্যাপারে কোনও দেরি করতে নারাজ রেল বোর্ডের চেয়ারম্যান।
চাঁদনী চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝে, পার্ক স্ট্রিট, কালীঘাট-যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গের ভিতরে বারবার জল দাঁড়িয়ে বিপর্যস্ত হয়েছে মেট্রো পরিষেবা। সুড়ঙ্গের অবস্থা যে খুব একটা ভাল নয়, সেটা সম্প্রতি মেট্রো রেলের জেনারেল ম্যানেজারও স্বীকার করেছেন। সূত্রের খবর, বৈঠকেও সুড়ঙ্গের বিষয়টি বিস্তারিতভাবে উঠে আসে। কারণ নতুন করে বিপর্যয় আর চাইছে না মেট্রো কর্তৃপক্ষ।
এদিকে আবার, সম্পূর্ণ মেট্রো পরিষেবা বন্ধ করে দিয়ে এই মেরামতির কাজও যে সম্ভব নয় তা বৈঠকে পরিষ্কার হয়ে গিয়েছে। সেই কারণেই দফায় দফায় এই মেরামতির কাজ করে মানুষকে নিরাপদ যাত্রার ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান। একইসঙ্গে কবি সুভাষ মেট্রো স্টেশনের বিপর্যয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। সেখানকার কাজ দ্রুত শেষ করে উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের দক্ষিণ দিকের এই অন্তিম স্টেশন দিয়ে দ্রুত মেট্রো পরিষেবা শুরু করার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান।
