কলকাতা: ১০ সেপ্টেম্বর রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে। তাই পরীক্ষাকেন্দ্র আসতে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় তাই এবার বড় সিদ্ধান্ত নিল রেল। চলবে ‘অতিরিক্ত’ লোকাল। প্রসঙ্গত, হাওড়া শাখা হোক বা শিয়ালদহ শাখা, বিগত কয়েক মাস ধরেই সব জায়গাতেই শনি ও রবিবার লাগাতার বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে, রেল ট্র্যাক, সিগন্য়াল ব্যবস্থার উন্নতির জন্যই কাজ হচ্ছে। করা হচ্ছে পাওয়ার ব্লক। সে কারণেই ছুটির দিনগুলিতে যেহেতু ভিড় তুলনামূলকভাবে কম থাকে, তাই ওই দিনগুলিকে বেছে বেছে কাজের জন্য রাখা হচ্ছে। বন্ধ থাকছে ট্রেন। কিন্তু, এই রবিবার চলবে সমস্ত লোকাল ট্রেনই। বিবৃতি দিয়ে জানিয়েছে পূর্ব রেল। সংবাদমাধ্যমকেও এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
৮ সেপ্টেম্বর জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, ‘আগামী রবিবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার কথা মাথায় রেখে পূর্ব রেল পরীক্ষার্থীদের সুবিধার্থে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অন্যান্য দিনের মতো সমস্ত ই.এম.এউ ট্রেন পরিষেবা চালু রাখবে। যে ই.এম.ইউ ট্রেনগুলি রবিবারগুলিতে বাতিল থাকে সেই ট্রেনগুলিও সেদিন চলবে।’