কলকাতা: পুজোর শেষবেলায় অসুর নিম্নচাপ। আজই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। এর প্রভাবে বৃষ্টি বাড়বে দশমীতে। কাল দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। দশমীতে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে একাদশীতেও। উপকূলে দমকা বাতাস বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মৌসম ভবন জানিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশের দিকেই এগোবে। ল্যান্ডফল হবে চট্টগ্রাম লাগোয়া উপকূলে। তাই ঘূর্ণিঝড়ের সরাসরি ধাক্কা সইবে বাংলাদেশই। পরোক্ষ প্রভাব পড়বে এপার বাংলায়।
মৌসম ভবন বলছে, গভীর নিম্নচাপের বর্তমান অবস্থান করছে দিঘা থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ৫১০ কিলোমিটার দূরে। তবে ধীরে ধীরে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই। ২৫ তারিখ বুধবার সন্ধ্যা নাগাদ আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে। তবে প্রত্যক্ষ প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে। এদিকে নবমীর দুপুর থেকেই আকাশের রূপ বদলাতে শুরু করেছে এপার বাংলায়। মেঘে ঢাকা পড়েছে রাজ্যের একটা বড় অংশ। দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। দশমীতে এই মাত্রা আরও বেশ খানিকটা বাড়তে পারে।