Rain Forecast: এই এলাকাগুলিতে পরিস্থিতি হচ্ছে খারাপ, জারি সতর্কতা, আর কতদিন টানা চলবে ভারী বৃষ্টি?

Kaamalesh Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 26, 2024 | 1:34 PM

Rain Forecast: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,  শক্তি বাড়িয়ে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গে এখন নিম্নচাপের ভ্রূকুটি। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে সোমবারও দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমাঞ্চলে।

Rain Forecast: এই এলাকাগুলিতে পরিস্থিতি হচ্ছে খারাপ, জারি সতর্কতা, আর কতদিন টানা চলবে ভারী বৃষ্টি?
জলমগ্ন এলাকা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে লাগাতর বৃষ্টি চলছে। প্লাবিত একাধিক এলাকা। কিন্তু কত দিন চলবে বৃষ্টিঁ? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনও বেশ কিছুদিন ধরে টানা এই পরিস্থিতি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,  শক্তি বাড়িয়ে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গে এখন নিম্নচাপের ভ্রূকুটি। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে সোমবারও দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমাঞ্চলে।

তবে আগামী ২ দিনে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ। এখনও ৩৬ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি।  তাতে দুর্ভোগ বাড়তে পারে হাওড়া, হুগলির কিছু অঞ্চলে। এমনিতেই সেখানে বেশ কিছু এলাকা প্লাবিত।

রবিবার রাতভর বৃষ্টি হয়েছে।  যার জেরে সোমবার সকালে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,  সোমবার কলকাতার কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article