কলকাতা: পরনে সাদা প্যান্ট, পায়ে বুট জুতো-মোজা, গায়ে কোনও জামা নেই, গলায় মোটা তার পেঁচানো- ঠিক এই অবস্থাতেই প্রধান সড়কের থেকে সাত ফুট দূরে উপুড় হয়ে পড়েছিল দেহটি। রাজারহাট কাশীনাথপুর বাজারের অদূরে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। ইতিমধ্যেই তদন্তে নেমেছে বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। নিয়ে যাওয়া হয়েছে স্নিফার ডগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন প্রধান রাস্তার অদূরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে এলাকার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করার করে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। স্থানীয় দোকানি, এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।
তবে ওই যুবককে এলাকায় আগে কখনই দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে অন্য কোথাও মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
তথ্য প্রমাণ সংগ্রহে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের অদূরেই দাঁড়িয়েছিল একটি লরি। পুলিশ তদন্তের স্বার্থে ওই লরির চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।
ঘটনাস্থালের কাছে একটি লড়ি দাঁড়িয়ে ছিল। লরির চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। ওই রাস্তা বাসন্তী হাইওয়ের কানেক্টেড হওয়ায় পুলিশ মনে করছে, অন্য জায়গাতেই খুন করে দেহ এনে ফেলে যাওয়ার সম্ভাবনাই বেশি।