কলকাতা: যুবশ্রী চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান। সেই মঞ্চে একইসঙ্গে দেখা গেল বিজেপির কণিষ্ক পণ্ডা ও প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে। কিছুদিন আগেই রোহনদের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু। এরপর এদিন শুভেন্দু অনুগামী কণিষ্ক পণ্ডার সঙ্গে রোহনের এক মঞ্চে অবস্থান ঘিরে নতুন করে শুরু হল জল্পনা।
‘ভাতা নয়, চাকরি চাই’ দাবি তুলে বৃহস্পতিবার পথে নামেন যুবশ্রী প্রকল্পের আওতাভূক্ত যুবারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নবান্ন অবধি তাঁদের মিছিল ছিল। কিন্তু ধর্মতলায় গান্ধি মূর্তির কাছে যেতেই পুলিস তাঁদের পথ বদলে দেয়। পাশেই একটি লেনে অবস্থানে বসেন তাঁরা। কণিষ্ক, রোহন ছাড়াও চাকরিপ্রার্থীদের পাশে রয়েছেন বিজেপির জগন্নাথ সরকার, জয়প্রকাশ মজুমদাররা।
এদিন কণিষ্ক পণ্ডা বলেন, “মুখ্যমন্ত্রী এদের উপর ভর করেই ক্ষমতায় এসেছিলেন। এরাই আবার টেনে নামাবে।” তিনি জানান, ‘যুবশ্রী’দের দাবিদাওয়া নিয়ে শুভেন্দু অধিকারী অমিত শাহর সঙ্গে কথা বলবেন।