Ramgopal Varma: ‘বিশ্বাস করতে পারছি না এটা ভারতে ঘটছে’, চোপড়া নিয়ে নিন্দায় বলিউড পরিচালক রামগোপাল ভার্মা

Jun 30, 2024 | 11:24 PM

সরু সরু এক গোছা লাঠি একত্রিত করে মারা হয় ওই তরুণী ও তরুণকে। রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তাঁরা। সেই সময় সেখানে গোল করে দাঁড়িয়ে থাকা জনতা আরও উৎসাহ দিচ্ছিল ওই জেসিবিকে। মারধরের শেষে ওই তরুণীর চুলের মুঠি ধরে টানতে থাকেন অভিযুক্ত। মধ্যযুগীয় বর্বরতা তো কিছুই না, তালিবানের অত্যাচারের থেকেও ভয়ঙ্কর সে দৃশ্য।

Ramgopal Varma: বিশ্বাস করতে পারছি না এটা ভারতে ঘটছে, চোপড়া নিয়ে নিন্দায় বলিউড পরিচালক রামগোপাল ভার্মা
পরিচালক রামগোপাল ভার্মা।

Follow Us

কলকাতা: চোপড়ার ভিডিয়োটি দাবানলের মতো ছড়িয়েছে গোটা দেশে। পরিচালক রামগোপাল ভার্মাও বিস্ময় প্রকাশ করেছেন। অমিত মালব্যর পোস্ট রিপোস্ট করেছেন বলিউডের এই পরিচালক। লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না এটা ভারতে ঘটছে।’ রবিবার সকালে বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। ১ মিনিট ৯ সেকেন্ডের সেই ভিডিয়োর প্রতি মুহূর্তে নৃশংসা, পৈশাচিক, অমানবিকতার ছবি।

উত্তর দিনাজপুরের চোপড়ায় এক তরুণী ও এক তরুণকে রাস্তায় ফেলে বেধড়ক মার মারছেন এক ষণ্ডা মার্কা যুবক। পরে জানা যায়, সেই যুবকের নাম তাজেমূল। তবে এলাকায় তিনি জেসিবি নামেই পরিচিত। বিরাট দাপট তাঁর।

অভিযোগ, ওই তরুণ ও তরুণীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। স্বামীর বদলে ওই তরুণের সঙ্গে থাকতে চান তরুণী। আর তার জেরেই নাকি এভাবে মারধর করা হয় মাঝ রাস্তায় ফেলে। কখনও তরুণীর নিতম্বে লাঠির গোছা দিয়ে মারতে দেখা যায়, কখনও আবার পায়ে পিঠে।

সরু সরু এক গোছা লাঠি একত্রিত করে মারা হয় ওই তরুণী ও তরুণকে। রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তাঁরা। সেই সময় সেখানে গোল করে দাঁড়িয়ে থাকা জনতা আরও উৎসাহ দিচ্ছিল ওই জেসিবিকে। মারধরের শেষে ওই তরুণীর চুলের মুঠি ধরে টানতে থাকেন অভিযুক্ত। মধ্যযুগীয় বর্বরতা তো কিছুই না, তালিবানের অত্যাচারের থেকেও ভয়ঙ্কর সে দৃশ্য।

রবিবার সকালে এই ভিডিয়ো (টিভিনাইন বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) সামনে আসার পর থেকে বিভিন্ন মহল নিন্দায় সরব। দেশের বিভিন্ন মহল থেকে আসছে প্রতিক্রিয়া। বলিউডের পরিচালক রামগোপাল ভার্মার প্রতিক্রিয়া সামনে এল এবার।