কলকাতা: কৃষি দফতরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রামস্বরূপ শর্মা। তিনি আবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারকও বটে। রামস্বরূপ নিজেই দাবি করেছেন, মন্ত্রী তাঁকে চাকরি দিয়েছেন। কিন্তু কর্মস্থলে কি নিয়মিত দেখা মেলে রামস্বরূপের? টিভি নাইন বাংলার অন্তর্তদন্তে এবার ফাঁস হল রামস্বরূপের স্বরূপ। কর্মস্থলে রামস্বরূপ রোজ যাচ্ছেন কি না, সেই বিষয়ে খোঁজখবর নিতে পৌঁছে গিয়েছিল টিভি নাইন বাংলা। পর পর দু’দিন। বুধবার ও বৃহস্পতিবার। দুপুর ১২টার পেরিয়ে গেলেও কর্মস্থলে দেখা মিলল না রামস্বরূপের।
কোথায় রামস্বরূপ? অফিস টাইমে কেন দেখা মিলছে না কর্মস্থলে? এসব নিয়ে প্রশ্ন উঠতেই অফিসের অন্যান্য আধিকারিকদের মধ্যেও দেখা গেল কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। অফিসের আধিকারিকদের বক্তব্য, যখন-তখন এজেন্সি ডাকছে, তাই অফিসে গরহাজির ওই ব্যক্তি। কিন্তু বুধবার বা বৃহস্পতিবার তো এজেন্সির তলবে তাঁকে কোথাও হাজির হতে দেখা যায়নি। এদিকে সূত্র মারফত খবর, ওই সময় তিনি সল্টলেকে বিসি ব্লকে হাজির ছিলেন। ওই বিসি ব্লকেই মন্ত্রীর বাড়ি।
উল্লেখ্য, টিভি নাইন বাংলায় এই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার কিছু সময় পরেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে দেখা মিলল কৃষি দফতরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীর রামস্বরূপ শর্মার। রামস্বরূপ দাবি করছেন, তিনি মন্ত্রীর খাবার দেওয়ার জন্য এসেছেন। কিন্তু ইডি সূত্রে খবর, তাঁকে ডেকে পাঠানো হয়েছে ইডির অফিসে। যদি রামস্বরূপের দাবির কথাই ধরে নেওয়া হয়, তাহলে তো এ ভয়ঙ্কর কাণ্ড! নিজের কর্মস্থলে না গিয়ে এজেন্সির দুয়ারে মন্ত্রীর খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন তিনি? এই জন্যই কি তিনি সাধারণ মানুষের করের টাকায় মাস গেলে মাইনে পান? এমন প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে।