AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ratha Yatra: এবার দেওয়া হবে পুরীর প্রসাদও, বড় ঘোষণা শুভেন্দুর

Ratha Yatra: রথের দিন ঠিক কখন কোথায় থাকবেন, সেটাও জানিয়েছেন শুভেন্দু। বেলা ১২টায় কলকাতা, এরপর তিনি তমলুকে যাবেন। বেলা ৩টেয় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসবে পুরীর প্রসাদ।

Ratha Yatra: এবার দেওয়া হবে পুরীর প্রসাদও, বড় ঘোষণা শুভেন্দুর
শুভেন্দু অধিকারী Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 25, 2025 | 5:00 PM
Share

কলকাতা: দিঘার প্রসাদের পাল্টা পুরীর প্রসাদ। রথের দিন পুরী থেকেই প্রসাদ আসছে বাংলায়। পাঁচ দিন ধরে চলবে প্রসাদ বিলি। জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রথের দিন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসবে পুরীর প্রসাদ, দাবি বিরোধী দলনেতার।

রথের দিন ঠিক কখন কোথায় থাকবেন, সেটাও জানিয়েছেন শুভেন্দু। বেলা ১২টায় কলকাতা, এরপর তিনি তমলুকে যাবেন। বেলা ৩টেয় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসবে পুরীর প্রসাদ। তবে তা গজা-প্যাড়া নয়। এরপর তিনি বেলা চারটেয় সময়ে থাকবেন ইস্কন মেচেদার রথযাত্রায়।

এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা তন্ময় ঘোষ বলেন, “দেবতা নিয়ে রাজনীতি করার ভিন্ন প্রচেষ্টা। জগন্নাথ দেবের ওপর যাঁরা ভরসা করেন, তাঁদের কাছে তিনি কোথায় অবস্থিত, সেটা গুরুত্বপূর্ণ নয়। সেটা দিঘা হোক কিংবা পুরী। দিঘায় মন্দির উদ্বোধনের পর প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। একই দিনে আরও একটা মন্দির থেকে প্রসাদ এনে যেন বিভাজনের সৃষ্টি করছেন। বাঙালি বিরোধী অবস্থান।”

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করেছে। আর এর মধ্যেই এবার এর জন্য হিডকোর অর্থ বরাদ্দের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি,  প্রসাদ বিলিতে ৪২ কোটি টাকা দিচ্ছে হিডকো।