Rituparna Sengupta: পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ED, এবার টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত

Ranjit Dhar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 02, 2024 | 2:46 PM

Rituparna Sengupta: রেশন দুর্নীতি-কাণ্ডে নাম জড়ায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। ইডি তলব করায় কিছুদিন আগেই সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বের হন সেখান থেকে।

Rituparna Sengupta: পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ED, এবার টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত
ঋতুপর্ণা সেনগুপ্ত
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রেশন দুর্নীতি-কাণ্ডে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই মামলাতেই নোটিস দেওয়া হয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইতিমধ্যেই ইডি-র দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আর এবার টাকা ফেরত দিতে চাইলেন অভিনেত্রী। সূত্রের খবর, ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চেয়েছেন তিনি। ইডি-র কাছে তিনি এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও ইডি-র পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

রেশন বন্টন দুর্নীতি মামলায় কিছুদিন আগেই নোটিস দেওয়া হয়েছিল তাঁকে। প্রথমে হাজিরা এড়িয়ে গেলেও, পরে ইডি দফতরে হাজিরা দেন তিনি। প্রায় পাঁচ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। সেখান থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে নথি চাওয়া হয়েছিল, তা দিয়েছেন তিনি। একাধিক ব্যাঙ্ক স্টেটমেন্টও জমা দিয়েছেন তিনি।

সূত্রের খবর, অভিনেত্রী ইডি আধিকারিকদের জানিয়েছেন, ২০১৩ সালে তাঁর সংস্থায় ৬০ লক্ষ টাকা গিয়েছিল ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। এর মধ্যে ২০১৫ সালে ২০ লক্ষ টাকা তিনি ফেরত দিয়েছেন বলেও ইডি আধিকারিকদের জানিয়েছেন। সেই টাকাই কি ফেরত দেওয়ার কথা বললেন অভিনেত্রী?

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর টাকা ফেরত দিয়েছিলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত। ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। সেই তথ্য সামনে আসার পর বনিকে ডেকে পাঠানো হয়েছিল ইডি দফতরে। পরে ৪০ লক্ষ টাকা ফেরত দেন তিনি।

Next Article