কলকাতা: ইডি-র জালে মন্ত্রী ঘনিষ্ঠ চালকল মালিক বাকিবুর রহমান। তাঁর একাধিক সম্পত্তির হদিশ ইতিমধ্যেই এসেছে তদন্তকারীদের হাতে। ইডি মনে করছে, এই বাকিবুরকে কোনও মন্ত্রী ঘুঁটি হিসাবে ব্যবহার করেছেন। এবং দুর্নীতির কাল টাকা সাদা করা হয়েছে চালকলের মাধ্যমেই। কিন্তু কে সেই মন্ত্রী? তা নিয়েই রাজনৈতিক মহলে এখন জল্পনা তুঙ্গে। এই নিয়ে মুখ খুললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। TV9 বাংলার প্রতিনিধিকে বলেছেন, “আমি বাকিবুরকে চিনিই না। এসব বাজে কথা বলা হচ্ছে। আমার ঘনিষ্ঠ তো সবাই। রথীন ঘোষও তো আমার ঘনিষ্ঠ । এসব বাজে কথা। আমি বাকিবুরকে কখনও দেখিই নি।”
পুজোর মুখে তেঁড়েফুঁড়ে ময়দানে ইডি আধিকারিকরা। ৫৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছেন বাগুইআটির অভিজাত আবাসনে। বাকিবুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করেছে প্রচুর নথি। প্রথম থেকেই বাকিবুরের সঙ্গে এক মন্ত্রীর নাম উঠে আসছে। মন্ত্রী কে, তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তারপর রাজ্যের ১২টি জায়গায় এক যোগে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। চালকল, আটাকলে তল্লাশি চলেছে। সেই সূত্রে নাম উঠে এসেছে বাকিবুরের। তদন্তকারীরা মনে করছেন, চালকলের মালিক এই বাকিবুর আদতে কোনও প্রভাবশালীর ঘুঁটি। তাঁকে ঘুঁটি করেই দুর্নীতি কালো টাকা সাদা করা হয়েছে। এবার বাকিবুরকে হাতিয়ার করে সেই প্রভাবশালীর খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা।