High Court: নিয়োগ মামলায় জামিন ‘কালীঘাটের কাকু’র, এবার জেলমুক্তি!

Recruitment Scam: শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় অভিযুক্তদের বয়ান থেকেই উঠে এসেছিল সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হয় তাঁকে।

High Court: নিয়োগ মামলায় জামিন 'কালীঘাটের কাকু'র, এবার জেলমুক্তি!
Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 11:34 AM

কলকাতা: অবশেষে কিছুটা স্বস্তি পেলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তিনি। আজ, শুক্রবার সকালেই সেই মামলার শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। সেখানেই আজ, শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে সুজয়কৃষ্ণকে।

গ্রেফতার হওয়ার পর থেকে বারবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনকী জেল হেফাজতে থাকাকালীন তাঁর হার্ট অপারেশনও হয়। দীর্ঘ সময় তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার যুক্তি দেখিয়ে একাধিকবার আদালতে জামিনের আর্জি জানিয়েছেন সুজয়কৃষ্ণ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরই মধ্যে অন্য একটি মামলায় সম্প্রতি তাঁকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। আর শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলা থেকেই অব্যাহতি পেলেন তিনি।

শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত। পাসপোর্ট জমা রাখতে হবে, ট্রায়াল কোর্টে যেতে হবে, মোবাইল নম্বর বদল করা যাবে না, এমন শর্ত দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল সুজয়কৃষ্ণ জেল থেকে বেরতে পারবেন কি না। সিবিআই নিম্ন আদালতে তাঁকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছেন। বারবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি তিনি। আজ, শুক্রবারই সেই মামলার শুনানি আছে। সেখানে তাঁকে জেল থেকেই হাজিরা দিতে বলা হয়েছে। সেই মামলার উপরই নির্ভর করছে সুজয়কৃষ্ণ জেল থেকে বেরতে পারবেন কি না। সিবিআই হেফাজতে নিলে আপাতত মুক্তি পাবেন না তিনি।