Arpita Mukherjee: জেলে দ্বিতীয় পুজো অর্পিতার; শরীর ভাল নেই, তবে অঞ্জলি দেবেন এবার

Durga Puja: সংশোধনাগারে ষষ্ঠী থেকেই খাবারের তালিকায় বদল আসা শুরু হবে। প্রাতঃরাশে থাকছে ঘুগনি মুড়ি, সিঙ্গারা, গজা। ছোটরা খাবে কেক, ভেজিটেবল চাউমিন আর পায়েস। ধ্যাহ্নভোজে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে ভাত, মিক্সড ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পটলের তরকারি বা সবজি, মাছ, পাঁঠার মাংস, চাটনি, মিষ্টি।

Arpita Mukherjee: জেলে দ্বিতীয় পুজো অর্পিতার; শরীর ভাল নেই, তবে অঞ্জলি দেবেন এবার
মহিলা সংশোধনাগারে পুজো। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 8:19 PM

কলকাতা: আলিপুর মহিলা জেলে বন্দির সংখ্যা প্রায় ৩০০। ১৫-১৬ জন শিশুও থাকে। কারণ তাদের মা এখানে বন্দি। পুজোর চারটে দিন জেলের বাইরে চারদিক যখন ঢাকের বোলে মাতোয়ারা, তখন জেলের ভিতরেই বন্দিদের যাপন। তবে উৎসবের আনন্দটুকু থেকে তাদের বঞ্চিত রাখতে চায় না জেল কর্তৃপক্ষও। তাই জেলের ভিতরে পুজোর করার অনুমতি পায় এই বন্দিরা।

পুজো মূলত আয়োজন করে সাজাপ্রাপ্ত বন্দিরা। তবে বিচারাধীন বন্দিরাও এগিয়ে আসে। দিনরাত যাদের কুঠুরিতে কাটে, তারা মায়ের আবাহনের আয়োজন করে এই সময়। সংশোধনাগার সূত্রে খবর, খুব স্পর্শকাতর কোনও মামলার সঙ্গে যুক্ত নয়, এমন বিচারাধীন বন্দিরাই আয়োজনে অংশ নেন। খাবারের পদ, স্বাদেও বদল আসে পুজোর দিনগুলিতে। এই জেলেই বিচারাধীন বন্দি হিসাবে আছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়।

সংশোধনাগারে ষষ্ঠী থেকেই খাবারের তালিকায় বদল আসা শুরু হবে। প্রাতঃরাশে থাকছে ঘুগনি মুড়ি, সিঙ্গারা, গজা। ছোটরা খাবে কেক, ভেজিটেবল চাউমিন আর পায়েস। লাঞ্চ বা মধ্যাহ্নভোজে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে ভাত, মিক্সড ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পটলের তরকারি বা সবজি, মাছ, পাঁঠার মাংস, চাটনি, মিষ্টি। রাতের মেনুতে থাকছে লুচি, আলুর দম, রুটি, ডিমের কারি, ভাত, ডাল, সবজি।

আলিপুর মহিলা জেলেই আছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। এই নিয়ে জেলে দ্বিতীয় পুজো অর্পিতার। তাঁর বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে বলে সংশোধনাগার সূত্রে খবর। দাঁতে ব্যথা, স্ত্রীরোগ, কানে সমস্যা রয়েছে তাঁর। তবে পুজোয় অংশ নেবেন তিনিও। অষ্টমীর অঞ্জলি থেকে মায়ের ভোগ সমস্ত কিছুতেই অর্পিতা থাকবেন বলে সূত্রের খবর।