VIDEO: ‘যাতে বিয়ে হয়,সংসার হয় তাই…’ রুদ্রনীলের মুখে গুঁজে দেওয়া হল ফিডিং বোতল

৬ জানুয়ারি ৫০ বছরে পা দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সুবর্ণজয়ন্তী বলে কথা সেলিব্রেট না করলে কী চলে? তাই নিজের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছিলেন অভিনেতা। যে পার্টিতে খানা পিনা তো ছিলই।

VIDEO: 'যাতে বিয়ে হয়,সংসার হয় তাই...' রুদ্রনীলের মুখে গুঁজে দেওয়া হল ফিডিং বোতল
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 4:55 PM

৬ জানুয়ারি ৫০ বছরে পা দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সুবর্ণজয়ন্তী বলে কথা সেলিব্রেট না করলে কী চলে? তাই নিজের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছিলেন অভিনেতা। যে পার্টিতে খানা পিনা তো ছিলই। সেই সঙ্গে ছিল প্রাণখোলা আনন্দ, মজা, হুল্লোড় আর নাচ-গান। সোমবার রাতের পার্টির বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো দেখা গিয়েছে। কখনও রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রোম্যান্টিক গানে নাচ করতে ব্যস্ত অভিনেতা।

কখনও আবার বার্থডে বয়ের মুখে ধরা হচ্ছে ফি়ডিং বোতল। সদ্যোজাতদের যে বোতলে করে খাবার খাওয়ানো হয় রুদ্র তাঁর ৫০ বছরের জন্মদিনে এমনই ফিডিং বোতল উপহার পেলেন। সেই ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমের পাতায়। যেখানে দেখা যাচ্ছে অভিনেতার পার্টিতে উপস্থিত কয়েক জন অতিথি রুদ্রনীলের মুখে ধরিয়ে দিচ্ছেন ফিডিং বোতল। আর অভিনেতাও যে মুহূর্তটা বেশ উপভোগ করছিলেন তা ভিডিয়োতে স্পষ্ট।

যে ভিডিয়ো রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমের পাতায়। আবীর চট্টোপাধ্যায় থেকে পদ্মনাভ দাশগুপ্ত ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন। ফিডিং বোতল দেখে রীতিমতো আহ্লাদে আটখানা অভিনেতা। রুদ্রনীল বলেন, “আমার যাতে বিয়ে হয়, সংসার হয় তাই ফিডিং বোতল দিয়েছে।” রুদ্রনীলের কথা শুনে চারিদিকে হাসির ফোয়ারা। উল্লেখ্য, রুদ্রনীলের জন্মদিনের পার্টির ছবি, ভিডিয়ো প্রকাশ্যে আসার পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘শুভ জন্মদিন।’ কেউ আবার লেখেন, ‘আগামী ভালো কাটুক।’ এই মুহূর্তে অভিনয় ছাড়াও নিজের রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা।