RG Kar Case: আরজি কর নিয়ে বুধে জোড়া মামলা, সুপ্রিম কোর্ট-হাইকোর্টে কী হবে আজ?

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 22, 2025 | 9:47 AM

RG Kar Case: প্রসঙ্গত, উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি করে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল। এই নিয়ে মামলা হচ্ছে দুটি বিষয়ে। প্রথমটি হল মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলা। অন্যটি, আর্থিক দুর্নীতির মামলা।

RG Kar Case: আরজি কর নিয়ে বুধে জোড়া মামলা, সুপ্রিম কোর্ট-হাইকোর্টে কী হবে আজ?
জোড়া শুনানি
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: একদিকে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে সুপ্রিম কোর্ট। দুই আদালতেই বুধবার হতে পারে আরজি কর মামলার শুনানি। সোমাবার নিম্ন আদালতের (শিয়ালদহ কোর্ট) রায়ের দু’দিন পর আরজি কর মামলা আজ উঠছে সুপ্রিম কোর্টে। অপরদিকে, এই মামলায় আজ আবার রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতে সঞ্জয়ের আমৃত্যু যাবজ্জীবনের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল রাজ্য। সেই মামলাই এ দিন শুনতে পারে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

গত সোমবার নিম্ন আদালত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের আমৃত্যু কারদাণ্ডের রায় ঘোষণা করে। সেই ঘটনার পর আজ প্রথমবার উঠতে সুপ্রিম ‘দুয়ারে’ যাচ্ছে এই মামলা। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে হতে পারে মামলার শুনানি। তালিকায় বিয়াল্লিশ নম্বরে রয়েছে এই মামলা। প্রধান বিচারপতির বেঞ্চে শিয়ালদহ আদালতের রায়ের কথা উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী। প্রসঙ্গত, উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি করে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল। এই নিয়ে মামলা হচ্ছে দুটি বিষয়ে। প্রথমটি হল মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলা। অন্যটি, আর্থিক দুর্নীতির মামলা। দু’টি মামলাই সুপ্রিম কোর্ট জানিয়েছিল স্বতঃপ্রণোদিতভাবে শুনবে। ইতিমধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চেয়েছিল, নিম্ন আদালতে মামলা কী গতি-প্রকৃতি কী? এরপর সোমবার শিয়ালদহ কোর্ট আজীবন কারদণ্ড ঘোষণা করে সঞ্জয় রায়ের। নির্যাতিতার পরিবারের দাবি, একা সঞ্জয় নন, অপরাধের জড়িত রয়েছেন আরও ব্যক্তি। নিম্ন আদালতে রায়ের আগেই এই মামলার আরও তদন্ত চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন তাঁরা।

অপরদিকে, সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে হাইকোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সেই মামলাও এ দিন শুনবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। দু’নম্বরে রয়েছে এই মামলা। শুরুতেই এই মামলার শুনানির সম্ভবনা। ফলত, জোড়া মামলার শুনানি একি সময়ে।

Next Article