Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: এতদিনে? বৃহস্পতিতে নার্স আর আজ CBI-র ডাক পেলেন ‘এরা’, আরজি কর কাণ্ডে বড় খবর

CBI Investigation:  বৃহস্পতিবারই তদন্তকারী অফিসার সীমা পাহুজা আরজি কর হাসপাতালের ৭ জন নার্সকে তলব করেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। এরা সকলেই ওই রাতে ডিউটিতে ছিলেন। 

RG Kar: এতদিনে? বৃহস্পতিতে নার্স আর আজ CBI-র ডাক পেলেন 'এরা', আরজি কর কাণ্ডে বড় খবর
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2025 | 9:45 AM

কলকাতা: প্রায় বছর ঘুরতে চলল। এতদিনে মোড় ঘুরতে চলেছে আরজি কর কাণ্ডে? কলকাতা হাইকোর্টে তিলোত্তমার বিচার মামলা ফিরতেই তদন্তে গতি এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে একের পর একজনকে, যারা ওই ঘটনার দিন রাতে উপস্থিত ছিলেন। গতকাল, বৃহস্পতিবারই তলব করা হয়েছিল ওই রাতে কর্তব্যরত নার্সদের। এবার তলব করা হল হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের।

সোমবার কলকাতা হাইকোর্টে রয়েছে তিলোত্তমা মামলার শুনানি। তার আগে তুঙ্গে তৎপরতা। আজই আরজি কর কাণ্ডে ৮ নিরাপত্তারক্ষীকে তলব করেছে সিবিআই। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্টের রাতে কী হয়েছিল, তারা কাদের ঢুকতে-বেরতে দেখেছিলেন, এই প্রশ্নই করা হবে।

বৃহস্পতিবারই তদন্তকারী অফিসার সীমা পাহুজা আরজি কর হাসপাতালের ৭ জন নার্সকে তলব করেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন চেস্ট মেডিসিন বিভাগের চার জন নার্স।  এরা সকলেই ওই রাতে ডিউটিতে ছিলেন।

তিলোত্তমার বাবা-মা প্রথম থেকেই অভিযোগ করেছিলেন, সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর সেই রাতে আরজি করে কর্তব্যরত সকল নার্স ও চিকিৎসককে সঠিকভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনেনি সিবিআই। তাঁদের বক্তব্য ছিল, সেই রাতে ঠিক কী ঘটেছিল, তার অনেকটাই জানেন তাঁরা। তাঁদের বয়ান তদন্তের আওতায় আনা হোক, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।