RG Kar Murder Case: জিবি চলাকালীন উত্তেজনা, হাতাহাতিতে জড়ালেন জুনিয়র চিকিৎসকরা

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 10, 2024 | 9:28 PM

RG Kar Murder Case: আরজি করের ছাত্রদের অভিযোগ,মূল দাবি থেকে সরে রাজনীতি করা হচ্ছিল। দোষীদের শাস্তির দাবিকে গুরুত্ব না দিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী ছিল একপক্ষ। আবার অপর পক্ষের দাবি,কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আলোচনা হ‌ওয়া মাত্র বাধা দিচ্ছিলেন আরজি করের হবু চিকিৎসকদের একাংশ।

RG Kar Murder Case: জিবি চলাকালীন উত্তেজনা, হাতাহাতিতে জড়ালেন জুনিয়র চিকিৎসকরা
আবার উত্তেজনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: সন্ধেয় গড়াতেই আবারও উত্তেজনা আরজি কর মেডিক্যাল কলেজে। মেডিক্যাল কলেজে সাধারণ সভা ঘিরে উত্তেজনা। কার্যত হাতাহাতিতে জড়ালেন জুনিয়র চিকিৎসকরা। জানা যাচ্ছে, প্রতিটি কলেজের প্রতিনিধিদের নিয়ে সাধারণ সভা চলছিল। উপস্থিত ছিলেন অন্যান্য কলেজের চিকিৎসক পড়ুয়ারাও। সেই সময়ই আরজি কর হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বচসা বাধে অন্যদের। তা পৌঁছয় হাতাহাতি, ধাক্কাধাক্কিতে।

আরজি করের ছাত্রদের অভিযোগ,মূল দাবি থেকে সরে রাজনীতি করা হচ্ছিল। দোষীদের শাস্তির দাবিকে গুরুত্ব না দিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী ছিল একপক্ষ। আবার অপর পক্ষের দাবি,কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আলোচনা হ‌ওয়া মাত্র বাধা দিচ্ছিলেন আরজি করের হবু চিকিৎসকদের একাংশ। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হচ্ছিল।

এ নিয়ে কথা কাটাকাটি চরমে পৌঁছলে অ্যানাটমি হলে যে সভা চলছিল তার দরজা বন্ধ করে দেওয়া হয়।পাল্টা অ্যানাটমি হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন চিকিৎসক পড়ুয়ারা। দু’পক্ষের মধ্যে চলে হাতাহাতি।ঘটনাস্থলে পৌঁছান পুলিশের পদস্থ কর্তারা। দু’পক্ষকে থামাতে রীতিমতো কসরত করতে হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের।

এক চিকিৎসক ছাত্র বলেন, “ভিতরে সুন্দরভাবে মিটিং চলছিল। ওরাই ব্যাঘাত ঘটায়। এরপর আরজি করের ছেলেরা বাইরে বেরিয়ে যায়। আলোচনার জন্য ওদের বারবার ডাকা হলেও আসেনি। বরং পুলিশকে বলে বাইরের ছেলেরা এসেছে। রাজনৈতিক কোনও লোকজন হবে।”

 

 

 

 

 

Next Article