কলকাতা: আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে প্রতিটি মেডিক্যাল কলেজে মহিলাদের জন্য ‘নিরাপদ রেস্ট রুম’ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজে নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে ওই চিকিৎসক পড়ুয়ার মৃত্যু ঘটনায় বারেবারে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল নিরাপত্তা। নাইট ডিউটি চলাকালীন এক মহিলার এমন নৃশংস পরিণতি হবে তা কল্পনার অতীত সকলের। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন মেডিক্যাল কলেজগুলিতে রেস্ট রুমের ব্যবস্থা থাকবে না? আজ আর জি কর হাসপাতালে গিয়ে সেই একই প্রশ্ন করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
এ দিকে, রোমহর্ষক এই ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের শাস্তির দাবি তোলেন। এরপর আজ নবান্নে বসে উচ্চ-পর্যায়ের বৈঠক। সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্য , মুখ্যসচিব,রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ কর্তারা। জানা যাচ্ছে, এবার থেকে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ও নার্সদের থাকার জন্য অ্যানেক্স বিল্ডিং তৈরি করবে রাজ্য সরকার। নির্মাণ কাজ শুরু করতে দ্রুত আরজি কর যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ।