প্রীতম দে অযোধ্যায় থাকেন রাম। আর তাঁর স্রষ্টা বাল্মীকি কোথায় থাকেন? রাম মন্দির হয়েছে , তাই অযোধ্যায় আমরা ঘুরতে যাচ্ছি । কিন্তু বাল্মীকির বাড়ি চিনিই না। যাওয়া তো দূর অস্ত। বর্ডারে বাড়ি বাল্মীকির। নেপাল ভারত বর্ডার। লব কুশের আশ্রম। তপোবন। সেই পুরাণের পাতায় বর্ণিত ছবি যেন এখনও একইরকম আছে। আপনারা নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন সেখানে যাওয়া যায় কি না বা কীভাবে যাবেন ইত্যাদি প্রভৃতি। আগে বলুন বাল্মীকির নামের মানে জানেন তো? জানেন তো উইপোকা আর বাল্মীকির সম্পর্কের কথা? বল্মীক মানে উইপোকা। সেই থেকেই উৎপত্তি বাল্মীকির। প্রচলিত কাহিনী হল, প্রথমে ছিলেন দস্যু রত্নাকর। তারপর পাপ বোধ হয়। অনুশোচনা। বিবেক দংশন। তখন তপস্যা শুরু করেন । এমনই তপস্যা যে খেয়ালই নেই কখন উইপোকার ঢিপি হয়ে গেছে তাঁর সারা শরীর জুড়ে। অদ্ভুত ব্যাপার। উইয়ের বাড়বাড়ন্ত এখনও রয়েছে এই এলাকায়। এখনও এখানে ওখানে উইয়ের ঢিপি। রয়েছে বাল্মীকির আশ্রম। লবকুশের আশ্রম। তপোবনের স্নিগ্ধ পরিবেশ। মহাকাব্য রামায়ণের রচনাকার বাল্মীকিকে আদিকবি বলা হয় কারণ বিশ্বাস অনুযায়ী, তিনিই প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচয়িতা। কী...