Mohan Bhagwat: আজই ফের কলকাতায় মোহন ভাগবত, যাবেন ইসকনে

এই নিয়ে চলতি মাসে এটা মোহন ভাগবতের দ্বিতীয় বঙ্গ-সফর। যদিও ঠিক কী কারণে তাঁর এই সফর তা এখনও স্পষ্ট নয়।

Mohan Bhagwat: আজই ফের কলকাতায় মোহন ভাগবত, যাবেন ইসকনে
আরএসএস প্রধান মোহন ভাগবত (ফাইল চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2023 | 6:10 AM

কলকাতা: ফের রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। আজ, সোমবারই কলকাতায় আসছেন তিনি। এবার মায়াপুরে ইসকন মন্দিরে যাবেন RSS প্রধান। ইসকন মন্দিরে পুজোও দেবেন তিনি। তারপর সংগঠনের কর্মীবৃন্দের সঙ্গে তিনি বৈঠকও করতে পারেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, এবার একদিনের সফরে রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। এই নিয়ে চলতি মাসে এটা তাঁর দ্বিতীয় বঙ্গ-সফর। যদিও ঠিক কী কারণে তাঁর এই সফর তা এখনও স্পষ্ট নয়। তবে এই সফরে মায়াপুরে ইসকন মন্দিরে যাবেন মোহন ভাগবত।

RSS সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৯ টায় কলকাতা বিমানবন্দরে নামবেন মোহন ভাগবত। সেখান থেকেই সোজা মায়াপুরে ইসকন মন্দিরে যাবেন তিনি। সেখানে পুজো দেবেন মোহন ভাগবত। তারপর তিনি সংগঠনের কর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে।

মোহন ভাগবতের এবারের রাজ্য সফরের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও পাখির চোখ যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তা বলার অপেক্ষা রাখে না। এর আগে গত ১৯ জানুয়ারি পাঁচদিনের সফরে কলকাতায় এসেছিলেন মোহন ভাগবত। সেই সফরে দফায়-দফায় সংগঠনের কর্মীবৃন্দের সঙ্গে বৈঠকের পাশাপাশি জনসভাও করেছিলেন। ২৩ জানুয়ারি শহিদ মিনারে তাঁর সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতৃবৃন্দ। বর্তমানে কলকাতা সহ সমগ্র বাংলায় সংগঠন মজবুত করাস সঙ্ঘ প্রধানের অন্যতম লক্ষ্য। ২০২৫ সালের মধ্যে বাংলার প্রতিটি ব্লকে কমপক্ষে একটি শাখা যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে, তার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন RSS প্রধান। ছয়দিনের মাথায় ফের বঙ্গ সফরে এসে সঙ্ঘ প্রধান এবার কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দু-দিনের সফরে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। তিনিও রাজ্যে এসে মায়াপুর ইসকন মন্দিরে যান এবং পুজো দেন। এবার সঙ্ঘ প্রধানও ইসকনে যাওয়ার কর্মসূচি রাখায় আগামী লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্রের কৃষ্ণনগর বিজেপির পাখির চোখ বলে মনে করছে রাজনৈতিক মহল।