AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS: বাংলায় পা দিচ্ছেন RSS-র দত্তাত্রেয়, নিভৃতে হবে বৈঠক

RSS: চলতি বছরের ফেব্রুয়ারিতে টানা ১১ দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। সেইসয় পূর্ব বর্ধমানে 'একত্রীকরণ সমাবেশ' করেছিলেন। সেই সমাবেশে রাজ্য বিজেপির প্রথম সারির একাধিক নেতা উপস্থিত ছিলেন।

RSS: বাংলায় পা দিচ্ছেন RSS-র দত্তাত্রেয়, নিভৃতে হবে বৈঠক
দত্তাত্রেয় হোসবালে (ফাইল ফোটো)Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 24, 2025 | 6:08 PM
Share

কলকাতা: আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ভোটারদের সংঘবদ্ধ করতে বড় ভূমিকা নিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(RSS)। বাংলায় বিধানসভা নির্বাচনে তাদের ভূমিকা কী হবে, তা নিয়ে জল্পনা চলছে। এরই মাঝে রাজ্যে আসছেন আরএসএস-র সরকার্যবাহ বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালে। অগস্টের শুরুতেই তিনি রাজ্যে আসছেন।

আরএসএস-এ সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের পরই সবচেয়ে গুরুত্ব পান সরকার্যবাহ। সেই সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে কেন এখন রাজ্যে আসছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ২ দিনের সফরে অগস্টের শুরুতে রাজ্যে আসছেন তিনি। তাঁর এই সফরে প্রকাশ্যে কোনও কর্মসূচি নেই। ২ দিনই সাংগঠনিক কর্মসূচি রয়েছে আরএসএস-র এই শীর্ষ নেতার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে টানা ১১ দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। সেইসয় পূর্ব বর্ধমানে ‘একত্রীকরণ সমাবেশ’ করেছিলেন। সেই সমাবেশে রাজ্য বিজেপির প্রথম সারির একাধিক নেতা উপস্থিত ছিলেন। ছিলেন তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সুভাষ সরকার, জগন্নাথ সরকার, জ্যোতির্ময় মাহাতো, অগ্নিমিত্রা পালরাও ছিলেন সেই সমাবেশে। পরে ভাগবতের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন সুকান্ত। আরএসএস প্রধানের সঙ্গে দেখা করেছিলেন জ্যোতির্ময়, অগ্নিমিত্রা, জগন্নাথ। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছ, তা নিয়ে সেইসময় কেউই মুখ খোলেননি।

এবার রাজ্যে আসছেন আরএসএস-র সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। তাঁর এই সফরে শুধুমাত্র সাংগঠনিক কর্মসূচি রয়েছে। কিন্তু, ভোটের কয়েকমাস আগে এভাবে আরএসএস-র এক শীর্ষ নেতার বঙ্গসফর নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। বঙ্গ বিজেপি অবশ্য এই নিয়ে মুখ খোলেনি।