SSC Protest: আজ রাত ১২টা অবধি সময় দিলেন চাকরিহারারা, বৃষ্টি মাথায় নিয়ে রাস্তাতেই চলবে আন্দোলন
SSC Protest: মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হলেও বৈঠক ফলপ্রসূ হল না। সোমবারের বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারারা। রাস্তাতেই থাকছেন তাঁরা।

কলকাতা: তিন ঘণ্টার বৈঠকের পরও কোনও সমাধানসূত্র মিলল না। নবান্ন থেকে বেরিয়ে চাকরিহারারা জানালেন, তাঁদের একটাই দাবি, যোগ্য-অযোগ্যদের তালিকা আজই (সোমবার) প্রকাশ করতে হবে। রাত ১২টা অবধি সময় বেঁধে দিলেন আন্দোলনরত চাকরিহারারা। ততক্ষণ পর্যন্ত রাস্তাতেই থাকবেন তাঁরা।
এদিন আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল, যোগ্য ও অযোগ্যদের সার্টিফায়েড তালিকা প্রকাশ করতে হবে, দ্বিতীয় দাবি ছিল, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওএমআর শিট প্রকাশ করতে হবে ও রিভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীদের পুনর্বহাল করতে হবে। বৈঠক শেষে আন্দোলনকারীরা জানিয়েছেন, রাজ্য প্রশাসন তালিকা প্রকাশের জন্য কিছুটা সময় চেয়েছেন। কিন্তু তাঁরা আজ রাত ১২ টা পর্যন্ত সময় দিয়েছেন।
হাওড়া পুলিশের তরফ থেকে চাকরিহারাদের সঙ্গে কথা বলা হচ্ছে। রাতভর আন্দোলনের ক্ষেত্রে পুলিশ অনুমতি দেবে কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, “রাস্তাতেই তো আছি। রাস্তাতেই থাকব। তবে আজকের পর থেকে আমরা আর কোনও ইনডোর মিটিং-এ যাব না। বয়কট করলাম। যা হওয়ার এবার রাস্তাতেই হবে।”
সোমবার সকাল থেকে শুরু হয় নবান্ন অভিযান। তবে নবান্নে যাওয়ার অনেক আগেই আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। পরে জানানো হয় মুখ্যসচিব তাঁদের সঙ্গে আলোচনায় বসতে চান। সেই মতো ১৮ জন প্রতিনিধি ভিতরে যান। তবে আলোচনা সদর্থক হয়নি। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা।
