Salt Lake: সল্টলেকে চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি, ট্যাংরা থেকে গ্রেফতার ৩

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 21, 2025 | 3:59 PM

Salt Lake: সল্টলেকের HB ব্লকের বাসিন্দা এক মহিলা চিকিৎসক ও তাঁর পরিবার ১১ জানুয়ারি বাড়িতে ছিলেন না। ১২ তারিখ সকালে তাঁর গাড়ির চালক বাড়িতে এসে দেখতে পান একতলার জানালা ভাঙা ওপরের ঘরে দরজা ভাঙা।

Salt Lake: সল্টলেকে চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি, ট্যাংরা থেকে গ্রেফতার ৩
সল্টলেকে চুরিতে ধৃত ৩
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সল্টলেকে চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ট্যাংরা থেকে গ্রেফতার তিন। গ্রেফতার করল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। সল্টলেকে চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি। লক্ষাধিক টাকা ও খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না। তদন্তে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেকের HB ব্লকের বাসিন্দা এক মহিলা চিকিৎসক ও তাঁর পরিবার ১১ জানুয়ারি বাড়িতে ছিলেন না। ১২ তারিখ সকালে তাঁর গাড়ির চালক বাড়িতে এসে দেখতে পান একতলার জানালা ভাঙা ওপরের ঘরে দরজা ভাঙা। এবং ঘরে রাখা দুটো সিন্দুক ও তিনটে আলমারি ভাঙা।

এরপরই প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে দেখতে পায় ঘরের জানলা ভেঙে ঢুকে বেশ কয়েক লক্ষ টাকা ও লক্ষাধিক টাকার গয়না চুরি করেছে। পাশাপাশি ঘরের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলেও নিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ট্যাংরা এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে। এর সঙ্গে আর কারা কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। চুরি যাওয়া জিনিসপত্র কোথায় আছে সেটা জানার চেষ্টা করবে। ধৃতদের আজ বিধান নগর কোর্টে তোলা হবে।

Next Article