Saltlake: রাতের সল্টলেকে এই কাণ্ড? স্তম্ভিত পুলিশও
Kolkata: জানা গিয়েছে,শনিবার দেড়টা থেকে দু'টো নাগাদ সল্টলেকের তথ্যপ্রযুক্তি নগরীর ইপি ব্লক এ পানশালায় গিয়েছিলেন এক যুবক-যুবতী। পুলিশ সূত্রে খবর, সেই সময় পানশালায় এসেছিলেন একদল সেনাকর্মী।

জানা গিয়েছে,শনিবার দেড়টা থেকে দু’টো নাগাদ সল্টলেকের তথ্যপ্রযুক্তি নগরীর ইপি ব্লক এ পানশালায় গিয়েছিলেন এক যুবক-যুবতী। পুলিশ সূত্রে খবর, সেই সময় পানশালায় এসেছিলেন একদল সেনাকর্মী। তাঁরাই এক মহিলাকে কটূক্তি করেন বলেন অভিযোগ। বন্ধু প্রতিবাদ করায় শুরু হয় বচসা।
অভিযোগ, সেনা-কর্মীরা ওই যুবককে মদ্যপ অবস্থায় ব্যাপক মারধর করেন। তাঁর গাড়ি ভাঙচুর করেন। মদের বোতল দিয়ে আঘাত করেন যুবককে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। খবর যায় ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় পুলিশে। তাঁর এসে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় বেসরকারি হাসপাতালে।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পানশালার ভিতরে কী ঘটনা ঘটেছিল তার সিসিটিভি ফুটেজ পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। যদিও, এই ঘটনায় তেমন একটা মুখ খুলতে চাননি আশপাশের লোকজন। তাঁরা শুধু জানালেন, একটা ঝামেলা হয়েছে ঠিকই। তবে তাঁরা সেটা দেখেননি।





