CPIM Leader Nirapad Sardar: ‘এভাবে কাউকে গ্রেফতার করা যায়?’, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন হাইকোর্টের
Sandeshkhali: বিচারপতি বসাক প্রশ্ন করেন, 'এভাবে কি কাউকে গ্রেফতার করা যায়? একজন নাগরিককে এভাবে গ্রেফতার করার ব্যাখ্যা কী?' একইসঙ্গে বিচারপতি জানতে চান, 'যারা গ্রেফতার করল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা কেন নেওয়া হবে না? এত দিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে?'
কলকাতা: হাইকোর্টে জামিন পেলেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিরাপদ সর্দারের জামিনের আবেদন মঞ্জু করে। বিচারপতির পর্যবেক্ষণ, ‘এই ধরনের বোকা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শকিং।’
নিরাপদর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে সওয়াল করেন, জামিনের দিনই গ্রেফতার করা হল একজনকে। ১৫ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় নিরাপদ সর্দারকে। ১৭ দিন কেটে গিয়েছে। তিনি এখনও জেলে।
রাজ্যের তরফে আইনজীবী রুদ্রদীপ নন্দী বলেন, ‘প্রথম এফআইআরটি ওখানে অপরাধের জন্য। বিক্ষোভ সংগঠনে ভূমিকা রয়েছে ওনার। কিছু বক্তব্য রেখেছেন উনি।’ এরপরই বিচারপতি বসাক প্রশ্ন করেন, ‘এভাবে কি কাউকে গ্রেফতার করা যায়? একজন নাগরিককে এভাবে গ্রেফতার করার ব্যাখ্যা কী?’ একইসঙ্গে বিচারপতি জানতে চান, ‘যারা গ্রেফতার করল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা কেন নেওয়া হবে না? এত দিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে?’
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “যেটা স্বাভাবিক সেটাই হয়েছে। অপরাধীরা পুলিশের ঘেরাটোপে ঘুরে বেড়াবে। আর সত্যি কথা বলায় নিরাপদ সর্দারকে এতদিন অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে। নিরাপদর বিরুদ্ধে দু’টো মামলা। একটা শিবু হাজরা করেছিল, অন্যটা ভানু মণ্ডল। দু’জনই মহিলাদের অভিযোগে অভিযুক্ত। তাঁদের সম্পর্কে সেখানকার মানুষ যা বলছেন, সকলেই শুনছে।” নিরাপদকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, বিচার পেলেন বলেই মত সুজনের।