AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: সন্দীপ ঘোষের চারতলা বাড়ির সামনে ‘পাহারা’ দিচ্ছে পুলিশ, কী বলছে পাড়ার লোকজন

Sandip Ghosh: কলকাতায় রয়েছে ড. সন্দীপ ঘোষের চার তলা বাড়ি। সেই বাড়ির দরজায় স্পষ্টভাবে লেখা আছে তাঁর ও তাঁর স্ত্রীর নামও। সেই বাড়ির কাছে গেলেই দেখা যাচ্ছে, বসে আছে পুলিশ। প্রশ্ন করলে সেই পুলিশকর্মীরা জানান, বনধের জন্য বসে আছেন তাঁরা।

RG Kar: সন্দীপ ঘোষের চারতলা বাড়ির সামনে 'পাহারা' দিচ্ছে পুলিশ, কী বলছে পাড়ার লোকজন
সন্দীপ ঘোষের বাড়ি (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 5:56 AM
Share

কলকাতা: ‘আমার নিরাপত্তার ব্যবস্থা করুন’, শুক্রবার কলকাতা হাইকোর্টে এমনই আর্জি জানান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আইনজীবীর মাধ্যমে এই দাবি জানান তিনি। শুনেই হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আপনি তো প্রভাবশালী। রাজ্যকে বলুন নিরাপত্তা দিতে। ৫০০ পুলিশ দিয়ে দেবে।’ তবে সেই সন্দীপ ঘোষের বাড়ির সামনে গিয়ে দেখা গেল, বাড়ির বাইরে বসে আছে পুলিশ। তাহলে নিরাপত্তাহীনতার অভিযোগ কেন?

কলকাতায় রয়েছে ড. সন্দীপ ঘোষের চার তলা বাড়ি। সেই বাড়ির দরজায় স্পষ্টভাবে লেখা আছে তাঁর ও তাঁর স্ত্রীর নামও। সেই বাড়ির কাছে গেলেই দেখা যাচ্ছে, বসে আছে পুলিশ। প্রশ্ন করলে সেই পুলিশকর্মীরা জানান, বনধের জন্য বসে আছেন তাঁরা। মেন রোড না হওয়া সত্ত্বেও কেন বসেই আছে পুলিশ?

সন্দীর ঘোষের প্রতিবেশীরা কিন্তু অন্য কথা বলছে। তাঁরা বলছেন, বনধের জন্য কখনই পুলিশ থাকে না এই রাস্তায়। সন্দীপ ঘোষের বাড়ির নিরাপত্তার জন্যই এই পুলিশ। প্রতিবেশী এক ব্যক্তি জানান, গত বুধবার রাতে যখন সন্দীপ ঘোষের বাড়ির সামনে কিছু মানুষ জড় হয়েছিলেন আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে। তারপর থেকেই এই নিরাপত্তা বন্দোবস্ত গয়েছে বলে দাবি প্রতিবেশীদের।

মধ্যিখানের বাড়িটি সন্দীপ ঘোষের

এক মহিলা প্রতিবেশীও একই দাবি করেন। তিনি জানান, গত ১৪ অগস্ট রাতে সন্দীপ ঘোষের বাড়ির সামনে গিয়ে যুবক-যুবতীরা বলছিলেন, বাড়ি ভেঙে দেব। তারপর পুলিশের উপস্থিতি দেখা যায়।

উল্লেখ্য, শুক্রবারই নিরাপত্তার দাবি জানান সন্দীপ ঘোষ। আর এদিনই কার্যত রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছে সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।