Sealdah: কেউ ইঞ্জিনিয়ার, কেউ এমএ পাশ, প্রচুর টাকা উপার্জন করতেই নাকি এসেছিল ওরা, কেন বাছল কলকাতাকেই!

Susovan Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 29, 2025 | 5:27 PM

Sealdah: গত সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ বৈঠকখানা থেকে ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একটি সেমি অটোমেটিক বন্দুক, সিঙ্গল শর্টার, ২৬সেন্টিমিটার লম্বা নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে।

Sealdah: কেউ ইঞ্জিনিয়ার, কেউ এমএ পাশ, প্রচুর টাকা উপার্জন করতেই নাকি এসেছিল ওরা, কেন বাছল কলকাতাকেই!
অস্ত্র উদ্ধার-কাণ্ডে ধৃত
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কেউ ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, কেউ বিজ্ঞানে স্নাতক, কেউ আবার বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর। শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের পাশে অস্ত্র উদ্ধারের ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা এরকমই। কিন্তু কেন তাঁরা কলেজের পাশে আগ্নেয়াস্ত্র হাতে জড় হয়েছিলেন? কোথা থেকেই বা পেলেন অস্ত্র? সেই উত্তর এখনও খুঁজছে পুলিশ। গত সোমবার গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। এখনও পর্যন্ত জেরায় যা উঠে এসেছে, তাতেও ধোঁয়াশা কাটেনি।

পুলিশ সূত্রে খবর, কলকাতা শহরে এসে প্রচুর টাকা উপার্জন করার পরিকল্পনা ছিল ওই পাঁচ যুবকের। পুলিশের কাছে এ কথাই জানিয়েছেন অভিযুক্তরা। যদিও পুলিশের সন্দেহ টাকা উপার্জন করে আরও বড় কিছু করার ছক ছিল তাঁদের। তা না হলে, তাঁদের হাতে বিদেশি অস্ত্র থাকবে কেন!

কলকাতা শহর বেছে নেবার নেপথ্যে কে বা কারা, তা জানতে মরিয়া স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। যদিও গোয়েন্দাদের প্রশ্নের সামনে মুখ খুলছেন না অভিযুক্তরা। মাঝে মাঝেই তথ্যে অসঙ্গতি ধরা পড়ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানতে পেরেছে, শিয়ালদহ স্টেশন লাগোয়া জায়গায় নজর ছিল অভিযুক্তদের। তাঁদের দেওয়া নাম ও ঠিকানা নিয়েও সন্দেহ আছে গোয়েন্দাদের। তাই তাঁদের সমস্ত তথ্য উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে। সেই তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করছে লালবাজার।

গত সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ বৈঠকখানা থেকে ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি লাগায় তল্লাশি চালানো হয়। একটি সেমি অটোমেটিক বন্দুক, সিঙ্গল শর্টার, ২৬সেন্টিমিটার লম্বা নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্রও ছিল না বলে জানিয়েছে পুলিশ।

Next Article