Special Train: আজ কলকাতায় পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ, অতিরিক্ত ট্রেন চালাবে রেল

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Oct 31, 2023 | 6:20 AM

Rail: পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "যারা ক্রিকেটের বিশ্বকাপ দেখতে ইচ্ছুক, আজ যারা ইডেন গার্ডেন্সে আসছেন তাঁদের কথা মাথায় রেখে রেলওয়ে কয়েকটি বিশেষ ট্রেন চালাচ্ছে।" প্রথম ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে। বারাসতে গিয়ে পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে।

Special Train: আজ কলকাতায় পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ, অতিরিক্ত ট্রেন চালাবে রেল
আজ বিশেষ ট্রেন চালাবে রেল। প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিশ্বকাপ ফিভারে ফুটছে কলকাতা। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ম্যাচ। কলকাতায় আসছে বাবর আজমদের টিম। আজ মঙ্গলবার পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ। ম্যাচের দিনক্ষণ ঘোষণার পর থেকেই টিকিটের খোঁজ শুরু করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। বোঝাই গিয়েছিল, এই ম্যাচ নিয়ে উন্মাদনা কতটা। প্রচুর মানুষ আসবেন ইডেনে খেলা দেখতে। খেলা দেখে বাড়ি ফিরতে যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। প্রিন্সেপ ঘাট ও বারাসত এবং বিবাদী বাগ থেকে বারুইপুরের মাঝে এই বিশেষ ট্রেন চালানো হবে। সময় পরিবর্তন করা হয়েছে হাওড়া থেকে রাতের তারকেশ্বর লোকালেরও।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “যারা ক্রিকেটের বিশ্বকাপ দেখতে ইচ্ছুক, আজ যারা ইডেন গার্ডেন্সে আসছেন তাঁদের কথা মাথায় রেখে রেলওয়ে কয়েকটি বিশেষ ট্রেন চালাচ্ছে।” প্রথম ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে। বারাসতে গিয়ে পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে।

তেমনই আরেকটি ট্রেনও বিবাদী বাগ থেকে ছাড়বে। সেটি বারুইপুরের উদ্দেশে যাবে। বিবাদী বাগ থেকে ছাড়বে ১০টা ৪৫-এ। বারুইপুরে গিয়ে পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে। যাঁরা হাওড়ার দিকে ফিরবেন তাঁদের জন্যও বিশেষ পরিষেবা দিচ্ছে রেল। এদিনের জন্য ১১টা ৫ মিনিটের তারকেশ্বর লোকাল ১১টা ১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। কৌশিক মিত্র বলেন, “আপনারা নিশ্চিন্তে খেলা দেখুন। আপনাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব পূর্ব রেলের হাতে ছেড়ে দিন।”

Next Article