Kolkata Airport: অজ্ঞাত বস্তু, সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজর, বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান CISF-এর

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: tannistha bhandari

Updated on: Jan 21, 2023 | 6:57 AM

Kolkata Airport: স্থানীয় মানুষজনকে বিভিন্ন বিষয়ে সতর্ক করার পাশাপাশি স্থানীয় থানার সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

Kolkata Airport: অজ্ঞাত বস্তু, সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজর, বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান CISF-এর
কলকাতা বিমানবন্দর (ফাইল ছবি)

Follow us on

কলকাতা : বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যের পরিপ্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হল। শুক্রবার নিরাপত্তার স্বার্থে অভিযান চালানো হল বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতে। মূলত নারায়ণপুর, কৈখালি, গোপালপুর, শরৎপল্লী, বাঁকড়া, মাইকেল নগর সহ বিভিন্ন জায়গায় অভিযান চালাল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) আধিকারিকরা। স্থানীয় মানুষজনকে বিভিন্ন বিষয়ে সতর্ক করার পাশাপাশি স্থানীয় থানার সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

যে যে বিষয়গুলিতে আধিকারিকরা নজর দিচ্ছেন, সেগুলি হল

১. বিমানবন্দরের চারপাশে যদি কোনও অজ্ঞাত এবং সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়।

২. বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতে দীর্ঘক্ষণ ধরে যদি কোনও যানবাহন দাঁড়িয়ে থাকে।

৩. বিমানবন্দরের আশেপাশে সন্দেহজনক ব্যক্তিদের চলাফেরা।

৪. বিমানবন্দরের দিকে ড্রোন বা অন্যান্য উড়ন্ত বস্তু যদি আসতে দেখা যায়।

৫. বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোনও অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপের ঘটনা।

৬. বিমানবন্দরের চারপাশে সমাবেশ, বিক্ষোভ ও ইউনিয়ন কার্যক্রম।

এই সমস্ত বিষয় নজরে এলে স্থানীয় থানা যাতে সিআইএসএফের কন্ট্রোলরুমে যোগাযোগ করে দৃষ্টি আকর্ষণ করে, সে কথাই বলা হয়েছে।

সামনেই ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হবে আরও। বিমানবন্দর সংলগ্ন স্থানগুলো কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। কলকাতা বিমানবন্দর অত্যন্ত ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন একগুচ্ছ বিমান ওঠানামা করে এই বিমানবন্দরে। আন্তর্জাতিক রুটের বিমানের সংখ্যাও কম নয়। তাই এই বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Latest News Updates

Related Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla