AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voter List: ৬০ বছরেও ভোটার কার্ড নেই! খাস কলকাতায় আজব অভিজ্ঞতা মুখে ভোটকর্মীরা

SIR in Bengal: এই অভিযোগের কথা শুনে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "যে অনুপ্রবেশকারীরা এরই মধ্যে বাংলায় প্রবেশ করেছে, তারাই নাম তোলার চেষ্টা করছে। নাহলে ৬০ বছর হয়ে গিয়েছে, অথচ নাম নেই, তা হতেই পারে না।"

Voter List: ৬০ বছরেও ভোটার কার্ড নেই! খাস কলকাতায় আজব অভিজ্ঞতা মুখে ভোটকর্মীরা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 21, 2025 | 3:28 PM
Share

কলকাতা: পুজোর পরই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন তথা এসআইআর হবে বলে অনুমান করা হয়েছিল আগেই। দফায় দফায় বৈঠক সেরেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। যে কোনও সময় সমীক্ষা শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই আবহে শুরু হয়েছে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক। আর সেই নাম তুলতে গিয়েই আজব অভিজ্ঞতার মুখে ভোটকর্মীরা।

এসআইআর নিয়ে আলোচনা শুরু হওয়ার পর ভোটার তালিকায় নাম তুলতে যাচ্ছেন অনেকেই। নাম তোলার কাজ করছেন বিএলও-রা। তবে সেই নাম তুলতে গিয়ে দেখা যাচ্ছে, অনেকেরই বয়স ৬০-এর বেশি হওয়া সত্ত্বেও তাঁদের নাম এখনও নেই ভোটার তালিকায়। আর তাতেই অবাক ভোটকর্মীরা। খাস কলকাতায় ভোটার তালিকায় নাম তুলতে বয়স্কদের ভিড়। বিশেষত, কসবা, বন্দর, বাইপাস লাগোয়া এলাকায় দেখা যাচ্ছে এই ছবি।

যাঁরা ভোটার তালিকায় নাম তুলতে যাচ্ছেন, তাদের মধ্যে ৩০ শতাংশের বয়স ৪৫ থেকে ৬০ বছর। বিএলওরা এই বিষয়ে অভিযোগ জানাচ্ছেন।

এই অভিযোগের কথা শুনে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “যে অনুপ্রবেশকারীরা এরই মধ্যে বাংলায় প্রবেশ করেছে, তারাই নাম তোলার চেষ্টা করছে। নাহলে ৬০ বছর হয়ে গিয়েছে, অথচ নাম নেই, তা হতেই পারে না। এতদিন বাংলাদেশে বা মায়ানমারে ছিলেন। রোহিঙ্গাও আছে এর মধ্যে।”

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, যাঁরা নাম তুলতে যাচ্ছেন তাঁদের সবারই বাকি নথিপত্র রয়েছে, লাইসেন্স আছে, বার্থ সার্টিফিকেট আছে। এতদিন প্রচুর মানুষ ভোটমবিমুখ ছিলেন। তাই তাঁরা উৎসাহ দেখাননি। এবার এসআইআরের নামে ভয় দেখানো হচ্ছে। তাই ভোটার তালিকায় নাম তুলতে যাচ্ছেন। এদিকে, দিল্লিতে ফের এসআইআর নিয়ে বৈঠক ডেকেছে কমিশন। মঙ্গলবার ও বুধবার বৈঠক রয়েছে দিল্লিতে। সব রাজ্যের সিইও-দের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ কুমার।