Local Trains Cancelled: আবার বাতিল লোকাল ট্রেন, ফের যাত্রী ভোগান্তির সম্ভাবনা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 15, 2022 | 8:55 PM

Sealdah: জোকা এবং এসপ্ল্য়ানেডের মধ্যে মেট্রো রেল প্রকল্পের ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজ চলবে রাত সাড়ে ১১ টা থেকে ভোর সাড়ে তিনটে পর্যন্ত।

Local Trains Cancelled: আবার বাতিল লোকাল ট্রেন, ফের যাত্রী ভোগান্তির সম্ভাবনা
ব্যাহত হবে লোকাল ট্রেন পরিষেবা

Follow Us

কলকাতা : ফের যাত্রী ভোগান্তি ট্রেনে। জোকা – এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর কাজের জন্য বেশ কিছুদিন আংশিকভাবে বন্ধ থাকবে শিয়ালদহ এবং বজবজের মধ্যে রেল যোগাযোগ। জোকা এবং এসপ্ল্য়ানেডের মধ্যে মেট্রো রেল প্রকল্পের ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের কাজ চলবে রাত সাড়ে ১১ টা থেকে ভোর সাড়ে তিনটে পর্যন্ত। জুলাই মাসের ২১-২২ এবং ২২-২৩ তারিখ এই কাজ চলবে। এরপর আবার অগস্ট মাসের ১৭-১৮, ১৮-১৯ এবং ১৯-২০ তারিখেও চলবে মেট্রোর কাজ। সেই কারণেই, এই চার ঘণ্টার জন্য শিয়ালদহ এবং বজবজের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

জোকা এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো রেল করিডরের কাজের জন্য ২১ ও ২২ জুলাই এবং ১৬ অগস্ট থেকে ১৯ অগস্ট পর্যন্ত আংশিক ব্যাহত হবে শিয়ালদহ থেকে বজবজের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা। এর জেরে ৩৪১৬৬ এবং ৩৪১৬৫ লোকাল ট্রেন দুটি সংশ্লিষ্ট দিনগুলিতে বন্ধ থাকবে। ৩৪১৬৬ শিয়ালদহ – বজবজ লোকাল ট্রেনটি সাধারণ দিনে রাত ১১ টার সময় শিয়ালদহ স্টেশন থেকে রওনা দেয় এবং বজবজ পৌঁছয় রাত ১১ টা ৪৮ মিনিটে। এরপর ৩৪১৬৫ বজবজ – শিয়ালদহ লোকাল হয়ে ওই ট্রেনটি রাত ১১ টা ৫৬ মিনিটে বজবজ স্টেশন থেকে রওনা দেয় এবং শিয়ালদহ পৌঁছয় রাত ১২ টা ৪৮ মিনিটে।

জোকা – এসপ্ল্যানেড মেট্রো করিডরের কাজের জন্য জুলাই মাসের দুই দিন এবং অগস্ট মাসের চারদিন – মোট ছয় দিন বন্ধ থাকবে ওই ট্রেনটি। ফলে শিয়ালদহ – বজবজ শেষ ট্রেনে যাঁরা যাতায়াত করেন, তাঁদের জন্য ওই দিনগুলিতে বেশ সমস্যা হতে পারে। রেলের তরফে যাত্রীদের এই অসুবিধার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে বর্ধমান এবং গাংপুর স্টেশনে রেলের কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল ছিল। দমদমের কাছে রেলের ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের কাজের জন্যও সম্প্রতি শিয়ালদহ-বনগাঁ শাখার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল।

Next Article