Train Cancelled: শুক্র-শনিতে বাতিল একগুচ্ছ ট্রেন, সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Feb 17, 2023 | 2:21 PM

Malda: সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় আট ঘণ্টা ধরে চলবে রেলের কাজ।

Train Cancelled: শুক্র-শনিতে বাতিল একগুচ্ছ ট্রেন, সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ফের একগুচ্ছ ট্রেন বাতিল (Train Cancelled)। আগামিকাল (শনিবার) জঙ্গিপুর থেকে অহিরান স্টেশনের মাঝে রেলের কাজ হবে। সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় আট ঘণ্টা ধরে চলবে রেলের কাজ। সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ০৩৪৩৯ আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জারটি বাতিল থাকছে। এর পাশাপাশি, আগামিকাল (শনিবার) ০৫৪৩৩ আজিমগঞ্জ-বারওয়া ও ০৫৪৩৪ বারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার বাতিল থাকছে। সেই সঙ্গে ভাগলপুর-আজিমগঞ্জ ০৩৪৪০ প্যাসেঞ্জার ট্রেনটিও বাতিল থাকছে শনিবার।

এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। শনিবার ০৩০৫৯ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার ট্রেনটি নিমতিতার বদলে জঙ্গিপুর রোড স্টেশন পর্যন্ত যাবে। ০৩০৫৮ নিমতিতা-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটিও শনিবার নিমতিতার বদলে জঙ্গিপুর রোড স্টেশন থেকে ছাড়বে। ১৩০৫৩ হাওড়া – রাধিকাপুর ও ১৩০৫৪ রাধিকাপুর – হাওড়া কুলিক এক্সপ্রেস ফারাক্কা-আজিমগঞ্জ-কাটোয়া হয়ে না গিয়ে অন্যপথ দিয়ে চালানো হবে। এরফলে শুক্রবার ও শনিবার রেলযাত্রীদের অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। মালদা ডিভিশনে শুক্র-শনিতে এই ট্রেন বাতিল ও যাত্রাপথ ছোট করে আনার ফলে বাকি ট্রেনগুলিতে ভিড় বাড়তে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

বিশেষ করে যে ট্রেনগুলি বাতিল হচ্ছে, সেগুলি সবই প্যাসেঞ্জার ট্রেন। ফলে স্থানীয় মানুষজনের যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম হল এই প্যাসেঞ্জার ট্রেনগুলি। এগুলি বাতিল হওয়া ফলে সপ্তাহের শেষে ভোগান্তির শিকার হতে পারেন তাঁরা। যদিও এই সমস্যার জন্য আগে ভাগে সাধারণ যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে রেল। উল্লেখ্য, এর আগেও দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে রেলের কাজের জন্য বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছিল। কখনও বারাসত, কখনও ব্যান্ডেল, কখনও বর্ধমানে রেলের কাজ চলেছে। তার জেরে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছিলেন। এবার ফের মালদা শাখায় একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Next Article