কলকাতা: এজেন্সির ফাঁসে সন্দেশখালির শেখ শাহজাহান। এবার আর খালি ইডি নয়, এবার শাহজাহানের কারবারের খোঁজে NIA, বিএসএফ, আয়কর দফতর। কী
লুকোতে ইডি তল্লাশিতে বাধা? কী ছিল শাহজাহানের ডেরায়? তল্লাশি রুখে কোথায় পাচার সেসব জিনিস? শাহজাহান নিয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে এবার তৎপর একাধিক কেন্দ্রীয় এজেন্সি। গোয়েন্দা তথ্য সংগ্রহে বাড়তি দায়িত্ব BSF এর গোয়েন্দা শাখাকে।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে আগে অভিযোগ উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে।
মানব পাচার যোগ খতিয়ে দেখবে জাতীয় তদন্তকারী সংস্থা NIA।
সূত্র মারফত খবর, গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করবে বিএসএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা। শাহজাহানের আর্থিক হাল হকিকত নিয়ে তথ্য সংগ্রহে আয়কর দফতর।
ইডি অধিকতর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় এজেন্সি গুলির আধিকারিকরা। শাহজাহানের চারপাশে ঘিরে ধরছে একাধিক এজেন্সির জাল।
ইডি-র অফিসারদের ওপর হামলার ৫ দিন পেরিয়ে গিয়েছে। কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? তার এখনও হদিশ পাওয়া সম্ভব হল না। অমিত শাহর মন্ত্রকের রিপোর্ট তলব, রাজ্যপালের কড়াকড়ির পরও কোথায় ধরপাকড়? ইডি আধিকারিকদের পিটিয়ে বহাল তবিয়তে ঘুরছেন অভিযুক্তরা। বিরোধীদের প্রশ্ন, কার প্রশ্রয়ে? ডিজির কড়া বার্তার পরেও কেন অধরা শেখ শাহজাহান? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ইডি।