Smart MeterExplained: স্মার্ট মিটার কী? কীভাবে কাজ করবে? বিল বেশি আসবে না কম?
Smart Meter: প্রতিদিনই বিদ্যুৎ দফতরে গ্রাহকদের বিক্ষোভ, নানা ধোঁয়াশা, একাধিক প্রশ্নের না পাওয়া উত্তর, আর বিদ্যুৎ দফতরের কর্মীদের অসহায়তার দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্য কেন স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিচ্ছে? বিতর্ক কোন জায়গায়?

কলকাতা: একটা শব্দবন্ধ, ‘স্মার্টমিটার’! আর যা এখন চাল-নুন কেনার গার্হস্থ্য অনুশাসনে মূল মাথাব্যথার কারণ। স্মার্টমিটার, অর্থ, ‘টোটেক্স মডেলে প্রিপেইড স্মার্ট মিটার’। এই মিটার নিয়ে বাংলার গ্রামাঞ্চলে তোলপাড়। প্রতিদিনই বিদ্যুৎ দফতরে গ্রাহকদের বিক্ষোভ, নানা ধোঁয়াশা, একাধিক প্রশ্নের না পাওয়া উত্তর, আর বিদ্যুৎ দফতরের কর্মীদের অসহায়তার দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্য কেন স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিচ্ছে? বিতর্ক কোন জায়গায়? স্মার্ট মিটারের উৎপত্তি ২০২২ সালে কেন্দ্রের সরকার একটি নতুন স্কিম নিয়ে আসে, দেশের বিদ্যুৎ বণ্টন পরিষেবাকে রিফর্ম করার জন্য। রিভ্যাম রিডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম। আরডিএসএস। এই স্কিমের অনেকগুলোর কাজের মধ্যে একটা হল, দেশের ২৬ কোটি গ্রাহকের ঘরের মিটার বদলে ফেলতে হবে। কিন্তু অবাকের বিষয়, পশ্চিমবঙ্গ...





