AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোয় ধোঁয়া, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Kolkata Metro: মেট্রোয় এই ধোঁয়া বিভ্রাটের জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় পরিষেবা। যদিও প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই মেট্রোর রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে স্বাভাবিক রয়েছে মেট্রো চলাচল।

Kolkata Metro: দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোয় ধোঁয়া, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
কলকাতা মেট্রো
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 1:33 PM
Share

কলকাতা: শহর কলকাতায় ফের মেট্রো বিপত্তি। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার একটি মেট্রোর (Kolkata Metro) রেকের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। শুক্রবার দুপুর ১২টা ২৩ মিনিট নাগাদ এই অঘটনটি -ঘটে। সেই সময় কবি সুভাষগামী মেট্রোর (Dumdum – Kavi Subhas) রেকটি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে (Rabindra Sadan Metro Station) দাঁড়িয়ে ছিল। ঘটনার জেরে মেট্রোর যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে আনা হয় এবং মেট্রোর ওই রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। মেট্রোয় এই ধোঁয়া বিভ্রাটের জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় পরিষেবা। যদিও প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই মেট্রোর রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে স্বাভাবিক রয়েছে মেট্রো চলাচল।

শুক্রবার দুপুরে মেট্রোয় ধোঁয়ার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। যদিও কী কারণে এই সমস্যা তৈরি হল তা এখনও স্পষ্ট নয়। মেট্রোর তরফে বলা হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে তারপর ধোঁয়ার কারণ সম্পর্কে জানানো যাবে। প্রসঙ্গত, কলকাতা শহরের রাস্তার যানজট এড়িয়ে সহজে, কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য শহরবাসীর প্রথম পছন্দ মেট্রো পরিষেবা। শুধু কলকাতাবাসীই নন, শহরতলি ও আশপাশের মফঃস্বল এলাকার বহু মানুষ প্রতিদিন অফিস যাতায়াতের জন্য মেট্রো পরিষেবা ব্যবহার করে থাকেন। এককথায় শহরের লাইফলাইন হল কলকাতা মেট্রো রেল পরিষেবা। এরই মধ্যে হঠাৎ করে শুক্রবার দুপুরে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোর একটি রেকের নীচ থেকে ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মনে।

তবে স্বস্তির বিষয় মেট্রোর রেকটি তখন রবীন্দ্র সদন স্টেশনেই ছিল এবং তড়িঘড়ি রেকটি থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। যদিও খুব অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা নেয় মেট্রো কর্তৃপক্ষ। যে রেকটি থেকে ধোঁয়া ছড়িয়েছিল, সেটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই মেট্রো পরিষেবা আবার স্বাভাবিক হয়ে যায়।