Jadavpur University: সিসিটিভি-র সমস্যা মিটল? কী ঠিক হল যাদবপুরের অল স্টেক হোল্ডার মিটিংয়ে?

Supriyo Guha | Edited By: জয়দীপ দাস

Sep 01, 2023 | 6:41 PM

Jadavpur University: প্রসঙ্গত, সিসিটিভি বসানোর জন্য ইতিমধ্যেই ওয়েবলকে বরাত দিয়েছে যাদবপুর কর্তৃপক্ষ। খরচ হতে চলেছে ৩৭ লক্ষ টাকা। যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসের সমস্ত গেটে বসতে চলেছে সিসিটিভি।

Jadavpur University: সিসিটিভি-র সমস্যা মিটল? কী ঠিক হল যাদবপুরের অল স্টেক হোল্ডার মিটিংয়ে?
রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: ছাত্রমৃত্যুর পর থেকে লাগাতার প্রশ্নের মুখে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিরাপত্তা ব্যবস্থা। উঠে সিসিটিভি বসানোর দাবিও। ইতিমধ্যেই সেই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এরইমধ্যে র‌্যাগিং রুখতে এবার সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক হয়ে গেল যাদবপুরে। প্রসঙ্গত, সিসিটিভি বসানো নিয়ে কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সমস্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠকের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছিল ছাত্র সংসদগুলি। কয়েকদিন আগে এ বিষয়ে যাদবপুরের নবনিযুক্ত অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে বাগবিতণ্ডাও হয় ফেটসু ও আফসুর সদস্যদের। এরইমধ্যে ঠিক হয় ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় যাদবপুরে বসতে চলেছে অল স্টেক হোল্ডার মিটিং।

সূত্রের খবর, এদিন বৈঠকে উপস্তিত স্টেকহোল্ডাররা নিজেদের মতামত জানিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তিনদিন পর। তবে কোন কোন প্রস্তাব গৃহীত হয়ে সেটাও সকলের সামনে জানানো হবে বলেও ঠিক হয়েছে। একইসঙ্গে এদিন ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে কোনও পক্ষই কোনও বিতর্ক করেনি বলে জানা গিয়েছে। তবে পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, কোন কোন পয়েন্টে সিসিটিভি বসানো হচ্ছে সে বিষয়ে যেন আগে মতামত নেওয়া হয়। পাশাপাশি নিরপত্তার জন্য অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের নিয়োগ করার বিষয়ে আপত্তি ওঠে বিভিন্ন স্টেকহোল্ডারদের তরফে।

প্রসঙ্গত, সিসিটিভি বসানোর জন্য ইতিমধ্যেই ওয়েবলকে বরাত দিয়েছে যাদবপুর কর্তৃপক্ষ। খরচ হতে চলেছে ৩৭ লক্ষ টাকা। যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসের সমস্ত গেটে বসতে চলেছে সিসিটিভি। একইসঙ্গে সিসিটিভি বসতে চলেছে মেইন হস্টেলের গেটেও। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “ওই দুর্ভাগ্যজনক ঘটনার পর থেকে বারবার অল স্টেক হোল্ডার মিটিংয়ের দাবি ওঠে। কিন্তু, অল স্টেক হোল্ডার বলতে কী বোঝায় তার তো সুর্নিদিষ্ট কোনও সংজ্ঞা নেই। সমস্ত স্টেক হোল্ডারকে একসঙ্গে মিট করারও খুব কঠিন। তাও আমরা একটা চেষ্টা করি। বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, সকলেই একত্রিতভাবে তাঁদের পরামর্শগুলো দিয়েছেন। কীভাবে ইউজিসির নিয়ম মেনে ব়্যাগিং রোধ করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে আজ। ভিসি বলেছেন, এরপর তিনি ২ থেকে তিনদিন সময় নেমেন। সবার মতামত ভাল করে ভেবে দেখবেন, তারপর আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা সকলের সামনেই জানানো হবে।”

Next Article