Doctor’s Protest: কেউ চায়ের কেটলি থেকে দিচ্ছেন চা, কারও হাতে জলের বোতল, প্রতিবাদী চিকিৎসকদের ‘শক্তি’ জোগাচ্ছে আমজনতা

Soma Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 12, 2024 | 9:18 AM

Doctor's On Strike: এর আগে যেদিন লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই সময়ও দেখা গিয়েছিল সাধারণ মানুষ এসে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। প্রত্যেকেরই একই দাবি, তিলোত্তমার ন্যায় বিচার চান তাঁরা। সেই কারণে চিকিৎসকদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন তাঁরা।

Doctors Protest: কেউ চায়ের কেটলি থেকে দিচ্ছেন চা, কারও হাতে জলের বোতল, প্রতিবাদী চিকিৎসকদের শক্তি জোগাচ্ছে আমজনতা
চিকিৎসকদের পাশে আম জনতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: দেড় দিন হতে চলল। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়ে রাস্তায় বসেই রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের পরিষ্কার বক্তব্য, যতক্ষণ না পাঁচ দফা দাবি পূরণ করবে রাজ্য সরকার ততদিন এই আন্দোলন চলবে। তবে বৃহস্পতিবার সকাল হতেই দেখা গেল ভিন্ন ছবি। রাতের অন্ধকার ঘুচতেই দেখা গেল কয়েকজন বয়স্ক মহিলার হাতে চায়ের কেটলি। সঙ্গে রয়েছে কিছু শুকনো খাবার।

এর আগে যেদিন লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই সময়ও দেখা গিয়েছিল সাধারণ মানুষ এসে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। প্রত্যেকেরই একই দাবি, তিলোত্তমার ন্যায় বিচার চান তাঁরা। সেই কারণে চিকিৎসকদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন তাঁরা। হাতে জলের বোতল, শুকনো খাবার তুলে দিয়েছেন চিকিৎসকদের হাতে। এমনকী, মহিলা চিকিৎসকদের জন্য নিজেদের বাড়ির শৌচালয় খুলে দিয়েছিলেন।

আজও জায়গাটা ভিন্ন। লালবাজার নয়। সল্টলেক। তবু জায়গা বদলাতেও মানুষের আবেগ যে কমছে না এ দৃশ্য তারই প্রমাণ। এ দিন দেখা গেল, রাত জাগা আন্দোলনকারীদের ঘুম ভাঙিয়ে নিজেদের সন্তান স্নেহে তাদের হাতে তুলে দিচ্ছে চায়ের কাপ। কোনও রকম রাজনীতির পতাকা ছাড়াই তাঁরা চলে এসেছেন মানবিকতার খাতিরে চিকিৎসক পড়ুয়াদের কাছে। শুধু তাই নয়, আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে চলে এসেছেন প্রবীণ নাগরিকরদের কেউ কেউ। তাঁরা কেউ থাকেন টালিগঞ্জ, কেউ বা গড়িয়ায়। একজন বললেন, “আমরা ন্যায় বিচার চাই।” কারও আবার বক্তব্য, চিকিৎসকরাই মানুষের প্রাণ বাঁচান। আর তাঁদের পাশে থাকতে পেরে তাঁরা ধন্য। আন্দোলনকারীরা বলছেন সাধারণ মানুষের এইভাবে সব সময় তাদের পাশে থাকাটা কোন রাজনীতি নয়।

 

 

 

Next Article