Election Commission: বুথের ফুটেজ কীভাবে গেল দেবাংশুর কাছে? তলিয়ে দেখতে রিপোর্ট তলব কমিশনের

Lok Sabha Election: জানা যাচ্ছে, এই ভিডিয়ো কমিশন কাউকে দেয়নি। তাহলে কীভাবে এই ভিডিয়ো লিক হল, তা খতিয়ে দেখতে চাইছে কমিশন। যার কারণে এই ভিডিয়ো লিক হয়েছে, তার বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা রয়েছে কমিশনের।

Election Commission: বুথের ফুটেজ কীভাবে গেল দেবাংশুর কাছে? তলিয়ে দেখতে রিপোর্ট তলব কমিশনের
দেবাংশু ভট্টাচার্য ও তাঁর শেয়ার করা ভিডিয়োর স্ক্রিনশটImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2024 | 8:19 PM

কলকাতা: শনিবার সকালেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। বুথের ভিতরের সেই দৃশ্য শেয়ার করে দেবাংশুর অভিযোগ ছিল, ছাপ্পা হচ্ছে সেখানে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে কমিশনের তরফে ইতিমধ্যেই সেই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সেখানে কোনও ছাপ্পা হয়নি। ভিভিপ্যাট বদল করা হয়েছিল সেখানে। কিন্তু দেবাংশুর কাছে সেই ভিডিয়ো কীভাবে গেল? সেই বিষয়টি এবার তলিয়ে দেখতে শুরু করেছে কমিশন।

জানা যাচ্ছে, এই ভিডিয়ো কমিশন কাউকে দেয়নি। তাহলে কীভাবে এই ভিডিয়ো লিক হল, তা খতিয়ে দেখতে চাইছে কমিশন। যার কারণে এই ভিডিয়ো লিক হয়েছে, তার বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা রয়েছে কমিশনের। সূত্রের খবর, এই গাফিলতির ঘটনায় ইতিমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, ওয়েব কাস্টিংয়ের ভিডিয়ো প্রকাশ্য আনা কমিশনের গাইডলাইনে নেই। সেক্ষেত্রে কীভাবে হল এই ঘটনা। তা জানতেই এবার যাবতীয় তথ্য তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

কমিশন সূত্রে খবর, ইতিমধ্য়েই সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক ও সেক্টর অফিসারের থেকে এই সংক্রান্ত বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। জেলা থেকে রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখে এ বিষয়ে পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন।